ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

কর্তব্য পালনে সততা

বাবুল কান্তি দাশ

প্রকাশিত: ২০:২৪, ৫ মার্চ ২০২৫

কর্তব্য পালনে সততা

সমাজ ও রাষ্ট্রে অশুভ তৎপরতা বন্ধ করে নাগরিক জীবনে শান্তি স্বস্তি সুরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত করে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা সুরক্ষায় প্রয়োজন লোভ-লালসা, দলীয় বা রাজনীতির ঊর্ধ্বে থাকা। ত্যাগ ও সেবার মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে থাকা। অকারণে কাউকে বিব্রত, বিভ্রান্ত ও প্রতারিত না করা। পদ-পদবি ক্ষমতার লোভে বশে অপরাধীদের সহযোগী না হয়ে উঠা। নিরপরাধ লোকের সুরক্ষা এবং প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করা। বিবিধ কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার বাড়ছে। বাড়ছে খুনখারাবি, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, রাহাজানি, লুটতরাজের মতো ঘটনা। পথে-ঘাটে হানা দেওয়ার পাশাপাশি বাসায়ও হানা দিচ্ছে দুর্বৃত্তরা। ফলে মানুষের মধ্যে নিরাপত্তার অভাববোধ ক্রমেই তীব্র হচ্ছে। পত্রিকান্তরে প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশজুড়ে একের পর এক নানা ধরনের অপরাধ ঘটে চলেছে। ছিনতাই, চুরি, ডাকাতি থেকে খুন, ধর্ষণও হচ্ছে অবলীলায়। ভুক্তভোগীরা বলছেন এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব পালন করছেন তাদের নিষ্ক্রিয়তা অপরাধীর অপরাধ প্রবণতাকে জাগিয়ে রাখছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুলিশ বাহিনী। বিবিধ কারণে এদের মধ্যে নিষ্ক্রিয়তা পরিলক্ষিত হচ্ছে। যার প্রেক্ষিতে পেশাদার অপরাধীদের মাঝে এখন পুলিশ ভীতি কম এবং দিন দিন এরা বেপরোয়া হচ্ছে। অপরাধীরা সংঘবদ্ধভাবে তৎপরতা চালাচ্ছে। এলাকাভিত্তিক গড়ে উঠেছে গ্যাং। অনেক দাগী অপরাধী জামিনে বেরিয়ে এসে ফের অপরাধ তৎপরতা চালাচ্ছে। সাধারণত প্রতিহিংসাপরায়ণতা থেকে মানুষের মধ্যে অপরাধপ্রবণতার সৃষ্টি হয়। বর্তমানে মানুষের মধ্যে ব্যাপক প্রতিহিংসাপরায়ণতা লক্ষ্য করা যাচ্ছে। পূর্ববিরোধ কিংবা শত্রুতার বশবর্তী হয়ে মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এবং অপরাধে জড়িয়ে যাচ্ছে। রাজনৈতিক বিরোধের বিষয়টিও সুস্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। অপরাধ করার আগে মানুষ অবিবেচক হয়ে ওঠে অর্থাৎ মানুষ নিয়ন্ত্রণহীন হয়েই অপরাধকর্মে জড়ায়। একই সমাজে বসবাস করে ক্রোধ কিংবা ক্ষোভের কারণে অন্যায়ভাবে অন্যের ওপর আক্রমণ করার নামই প্রতিহিংসা। মব ভায়োলেন্সের ঘটনা উল্লেখযোগ্য হারে ঘটছে। সঙ্গত কারণেই সমাজের মধ্যে বসবাসরত মানুষের রাজনৈতিক মতের ঊর্ধ্বে উঠে একটি সুশৃঙ্খল সামাজিক কাঠামো বাস্তবায়নের মধ্য দিয়ে সমাজ থেকে অপরাধ ও অপকর্ম প্রতিহত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব; রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্তদের এই বিষয়টি নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলমতের ঊর্ধ্বে রেখে তাদের দায়িত্ব ও কর্তব্য পালনে সহযোগী হয়ে উঠি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লোভ মোহের উঠে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন প্রিয় মাতৃভূমিকে ভালোবেসে কাজ করলে স্বদেশ হয়ে উঠবে শান্তি স্বস্তির আকর ভূমি।
বোয়ালখালী, চট্টগ্রাম থেকে

×