ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ক্রান্তিকালে সমাজের ভূমিকা

সজল চন্দ

প্রকাশিত: ২০:০৮, ৫ মার্চ ২০২৫

ক্রান্তিকালে সমাজের ভূমিকা

কয়েকদিন ধরে দেশে পর্দার সামনে যা ঘটেছে সেগুলো সম্পর্কে হয়তো আমরা অবগত। কিন্তু পর্দার অন্তরালের খবর নিশ্চয়ই আরও ভয়াবহ। হত্যা, ধর্ষণ, খুন, ডাকাতি, ছিনতাই বর্তমানে নিত্যদিনের সংবাদ। ঘরে বাইরে মানুষের মধ্যে অজানা আতঙ্ক সদা রিবাজমান। মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার কারণে মানুষের মধ্যে চাপা ভয় কাজ করছে সর্বদা। মাঠেঘাটে কোথাও মানুষ এখন নিজেকে নিরাপদ মনে করছে না। সংগত কারণেই মানুষের চারপাশ এখন বেশ অনিরাপদ। মানুষ চলতে গেলে ভয় পায় ফিরতে গেলে ভয় পায়। তার সামনে ভয় পেছনে ভয়। ঘুমাতে গেলে ডাকাতের ভয়, জেগে থাকলে ছিনতাইকারীর ভয়। যে যাকে পারছে তাকে মারছে। মায়ের সামনে মেয়েকে, ছেলের সামনে মাকে ধর্ষণ করা হচ্ছে এ যেন এক বর্বর সমাজের চিত্র। সর্বত্র ত্রাসের রাজত্ব। যারা ত্রাসের কারণ তারা এখন সমাজের এলিট শ্রেণি। তাদের দেখলে মানুষ ভয় পায়। সমাজে সন্ত্রাসী ত্রাস বৃদ্ধি করে এরা নিজেদের শক্তির পরিচয় দিতে চায়। এসব অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি বাড়ছে মব জাস্টিসের প্রবণতা। মব জাস্টিসের কবলে পড়ে অনেক নিরাপরাধী হয়েছেন লাঞ্ছিত অত্যাচারিত। এর কবলে পড়ে অনেক নিরাপরাধীকে জীবন পর্যন্ত দিতে হয়েছে। এটা বর্তমান সমাজে ব্যাধিতে পরিণত হচ্ছে দিন দিন। কিন্তু আইন  নিজের হাতে তুলে নেওয়া কারোর জন্যই উচিত নয়। সে হোক সন্ত্রাসী কিংবা অপরাধী তার বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হবে। সেখানে মব জস্টিস করে সমাজকে কলুষিত করা কিংবা বহিঃবিশ্বে নিজেদের সম্মান ক্ষুণ্ন করা সমীচীন নয়। দেশের নাগরিক হিসেবে একজন অপরাধীরও বিচার পাবার অধিকার আছে। আইনি বিচারে তিনি দোষী সাব্যস্ত হলে তার শাস্তি দেশের আইন অনুযায়ী হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া নিজেকে অপমানিত করার শামিল। এদিকে সবাই সচেতন থাকা জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকল্পে জনগণের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীলতার পরিচয় দিতে হবে। রাজনৈতিক পটপরিবর্তন ও বিরোধী দলের ওপর ক্ষমতাসীন দলের দমন নিপীড়নের ফলে সংগত কারণে এখন নিপীড়িত দল চাইবে এর প্রতিশোধ নিতে। বিরোধী পক্ষ চাইবে তা প্রতিহত করতে। এই প্রতিশোধ আর প্রতিহতের মাঝখানের যাঁতাকলে পিষ্ট হবে সাধারণ জনগণ। তাই রাজনৈতিক দলগুলোর আন্দোলন সংগ্রামে যাতে সাধারণ জনগণের জানমালের ক্ষতি সাধন না হয় সেদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও শক্ত হতে হবে। উন্নতি করতে দেশের সার্বিক পরিস্থিতি।

গোয়াইনঘাট, সিলেট থেকে

×