ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

গ্রামাঞ্চলে আধুনিক চিকিৎসা সুবিধা

প্রকাশিত: ২১:০১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

গ্রামাঞ্চলে আধুনিক চিকিৎসা সুবিধা

চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। আমাদের দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করে। কিন্তু সেখানে আধুনিক চিকিৎসার যথেষ্ট সুবিধা নেই। অনেক রোগী সামান্য চিকিৎসার জন্য শহরে ছুটতে বাধ্য হন, যা সময় ও অর্থের অপচয় ঘটায়। গ্রামাঞ্চলে সরকারি হাসপাতাল থাকলেও সেগুলোর অধিকাংশে বিশেষজ্ঞ ডাক্তার, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধের ঘাটতি রয়েছে। জরুরি চিকিৎসা না পেয়ে অনেক রোগী অকালে মৃত্যুবরণ করে। প্রসূতি মায়েদের জন্য উন্নত মাতৃসেবা ও নবজাতকদের টিকাদান কর্মসূচি নিশ্চিত করা জরুরি। সরকার ও বেসরকারি সংস্থার সমন্বয়ে গ্রামে আধুনিক হাসপাতাল স্থাপন, টেলিমেডিসিন  সেবা ও ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। চিকিৎসকদের গ্রামে কাজ করার জন্য বিশেষ সুযোগ-সুবিধা দিলে তারা আগ্রহী হবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি, অতি দ্রুত গ্রামাঞ্চলে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত হবে।

এসএম রেদোয়ানুল হাসান রায়হান
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া

×