ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

কমিউনিটি ক্লিনিক হয়ে উঠুক আস্থার জায়গা

মো. রিয়াদ হোসেন

প্রকাশিত: ১৭:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

কমিউনিটি ক্লিনিক হয়ে উঠুক আস্থার জায়গা

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর নিকট প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯৯৮ সালে কমিউনিটি ক্লিনিক তৈরির প্রকল্প নেওয়া হয়েছিল। গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত, প্রাথমিক চিকিৎসার ওষুধ প্রদান, জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়কে মাথায় রেখে গ্রামে-গঞ্জে ও প্রান্তিক পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছিল। সময়ের সঙ্গে ধাপে ধাপে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা যুগোপযোগী হয়ে উঠতে পারেনি। সঠিক ও উন্নত চিকিৎসা ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) যুগোপযোগী প্রশিক্ষণ না থাকায় কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে। বর্তমানে এই ক্লিনিকগুলো বিভিন্ন ধরনের ওষুধ যেমন প্যারাসিটামল, খাবার স্যালাইন, সংক্রামক রোগ, পেটের সমস্যা, শ্বাসকষ্ট, ত্বকের সমস্যার জন্য নানা ধরনের ওষুধ বিনামূল্যে দিয়ে থাকে। বর্তমান সময়ে উচ্চ ও নিম্ন রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি রোগীর সংখ্যা বেশি হওয়ায় সে সমস্ত রোগের চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা যেতে পারে। তবে কমিউনিটি ক্লিনিকগুলোতে নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। অধিকাংশ ক্লিনিকের অবকাঠামো অবস্থা নাজুক, জরুরি ওষুধের সঠিক সরবরাহ না থাকা, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) অবহেলা ও নিয়মিত উপস্থিত না থাকা, ওষুধ চুরি ও বিক্রি করে দেওয়ার মতো দুর্নীতি ইত্যাদি কারণে কমিউনিটি ক্লিনিক জনগণের আস্থার জায়গা হয়ে উঠতে পারেনি। ফলে দৌরাত্ম্য বেড়েছে হাতুড়ে ডাক্তারদের। আর তাতে সঠিক ও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো, দক্ষ চিকিৎসকদের এসব ক্লিনিকের সঙ্গে সম্পৃক্ত করা, অবকাঠামোগত উন্নয়ন, জনসম্পৃক্ততা এবং জনগণের স্বাস্থ্য ও চিকিৎসায় বিভিন্ন এনজিওগুলোকে কমিউনিটি ক্লিনিকের সঙ্গে সম্পৃক্ত করে কমিউনিটি ক্লিনিকগুলোর ইতিবাচক পরিবর্তন সম্ভব। এছাড়া কমিউনিটি ক্লিনিকগুলোর রিপোর্ট সংরক্ষণ করে জনস্বাস্থ্য বিষয়ক গবেষণায় কাজে লাগানো যেতে পারে। সর্বোপরি কমিউনিটি ক্লিনিকগুলোর উন্নয়ন সাধন করে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর আস্থাভাজন করার মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটানো সম্ভব।
শিক্ষার্থী, ঢাকা কলেজ

×