ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

মানুষের ভোগান্তি দূর করুন

সিদ্দিকা ফেরদৌস তরু

প্রকাশিত: ১৯:৩৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

মানুষের ভোগান্তি দূর করুন

বর্তমানে দেশে একটি বিষয় বেশ লক্ষণীয় সড়ক মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের সংস্কৃতি। প্রধান সড়ক বিশেষ করে ঢাকা নগরীতে সড়ক অবরোধের কারণে একটি সড়ক বন্ধ হলেই এর প্রভাব পড়ে আশপাশের সব অন্য রাস্তায়। এসব রাস্তায় দীর্ঘস্থায়ী যানজটের সৃষ্টি হয় এমন কি ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এক্ষেত্রে সবচেয়ে বিপদে পড়ে হাসপাতালগামী রোগীরা। তার ওপর বৃদ্ধ, নারী, শিশুসহ অফিসগামী জনগণের কষ্টের সীমা থাকে না। এটা বিশ্লেষণ করলে একটা বিষয় মাথায় চলে আসে সড়ক অবরোধ করে দাবি আদায়ের যৌক্তিকতা কতখানি? সাম্প্রতিককালে বিভিন্ন পেশাজীবী মানুষ তাদের নিজ নিজ দাবি-দাওয়া নিয়ে ভিন্ন ভিন্ন ধরনের কর্মসূচি পালন করতে দেখা গিয়েছে আর দাবি-দাওয়া পূরণের প্লাটফর্ম হিসেবে বেছে নেয় প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান যেখানে জনগণের বেশি কাজ থাকে। যার ফলে চরমভাবে সরকার থেকে সাধারণ জনগণ পর্যন্ত সীমাহীন দুর্ভোগে পড়ে। এর সময়সীমা তিনচার দিনের বেশি হতে পারে। এর ফলে সৃষ্ট তীব্র যানজটের কারণে মানুষের জীবন স্থবির হয়ে পড়ে। যানজটের কারণে শুধুই চলতি মানুষের কষ্ট হয় না পুরো দেশের সামগ্রিক বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সীমাহীন ক্ষতির সম্মুখীন হয়। আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ নয় তার ওপর অবরোধের কারণে সৃষ্ট যানজটের ফলে দেশ চরম ক্ষতির সম্মুখীন হয়।
বর্তমানে বাংলাদেশে বিশেষ করে রাজনৈতিক পটপরিবর্তনের পরে কথায় কথায় দাবি-দাওয়া আদায়ের জন্য রাজপথ বেছে নেয়। সমস্যা কষ্ট থাকতেই পারে, দাবি-দাওয়া পেশের অধিকারও সবার আছে কিন্তু সেটাও একটা সীমা বা নিয়ম থাকা দরকার। দেশটা সবার, অধিকার চাওয়ার অধিকারও সবার আছে। তবে অন্যকে কষ্ট দিয়ে নয়। অধিকার বা স্বাধীনতার সংজ্ঞা হলো অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের অধিকার ভোগ করা। তাহলে প্রশ্ন হচ্ছে সড়ক অবরোধ করে দাবি-দাওয়া আদায়ে বদ্ধপরিকর আদায়কারীরা কতখানি অন্যের অধিকার সংরক্ষণ করছে।
সড়ক অবরোধ করে দাবি আদায়ের সংস্কৃতিতে সবচেয়ে বিপদে পড়ে হাসপাতালে নেওয়া রোগীরা। এমনও দেখা গেছে জ্যামের মধ্যেই রোগী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এমন ঘটনা অহরহ ঘটছে। অফিসগামী মানুষ বিশেষ করে যারা স্বল্প আয়ের মধ্যে জীবন ধারণ করে তাদের পক্ষে এই অবস্থায় বেশি ভাড়া দিয়ে অন্য বাহনে যাওয়া সম্ভব নয়। তাই সড়ক অবরোধ করে দাবি আদায়ের সংস্কৃতি শুধু জনগণকেই নয়, পুরো দেশের ক্ষতির কারণ হচ্ছে।
শুধু তাই নয়, ইদানীং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে বসে আকস্মিক অবস্থায় জনগণ দুর্ভোগে পড়ে যায়। চট্টগ্রামে এরকম সড়ক অবরোধের কারণে ভয়াবহ যানজটের কবলে পড়ে ডেলিভারির রোগী হাসপাতালে পর্যন্ত পৌঁছাতে পারেনি। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন জেলা বিশেষ করে রাজধানী ঢাকা যেন দাবি আদায়ের শহরে পরিণত হয়েছে। এরমধ্যে শাহবাগ এলাকা অলিখিত অবরোধের তীর্থস্থান হয়ে উঠেছে। দাবি থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা যেতে পারে। কর্তৃপক্ষ যদি গাফিলতি করে সেক্ষেত্রে স্কুলমাঠ কিংবা খোলা জায়গায় অবস্থান নিতে পারে। তবে এটা ঠিক জনভোগান্তি কমানোর জন্য সড়ক অবরোধ সংস্কৃতির অবসান ঘটানো উচিত।
গাইবান্ধা থেকে

×