ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

কম্বাইন্ড প্যাট্রোলিং

প্রকাশিত: ১৯:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

কম্বাইন্ড প্যাট্রোলিং

রাজধানী ঢাকাসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সরকার। দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’-এর পর এবার শুরু হয়েছে ‘ক¤¦াইন্ড প্যাট্রোলিং’ কার্যক্রম। সম্প্রতি ঢাকার বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করার ঘটনা ঘটে একদল সন্ত্রাসী কর্তৃক। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহে দুই সর্বহারা পার্টির কোন্দলকে কেন্দ্র করে গোলাগুলিতে নিহত হন তিনজন। তদুপরি ঢাকা থেকে রাজশাহীগামী নৈশকালীন একটি বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছে। যা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলেছে ঢাকাসহ অন্যত্র। এর বাইরেও প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও গোলাগুলির ঘটনা ঘটছে। সার্বিক প্রেক্ষাপটে কিছুদিন আগে সারাদেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এর ফলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ও হচ্ছেÑ এ কথা অস্বীকার করার উপায় নেই।
এরপরও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করার অবকাশ রয়েছেÑ রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এর জন্য রাজধানীতে সন্ধ্যার পর থেকে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ যৌথবাহিনী শুরু করেছে ক¤¦াইন্ড প্যাট্রোলিং। এর পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা কার্যক্রম। অনেক স্থানে অংশগ্রহণ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা। ফলে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটবে বলেই প্রত্যাশা। ইতোপূর্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) সর্বদা সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসকরা যেহেতু মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে কাজ করেন, সেজন্য এ বিষয়ে তাদের সবিশেষ দায়িত্ব ও করণীয় রয়েছে। ডিসিদের উদ্দেশে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দলমত নির্বিশেষে সকল নাগরিকের সুরক্ষা এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত বিষয়। এক্ষেত্রে বিফল হওয়া যাবে না।’
দেশপ্রেমিক সেনাবাহিনীও সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে জনজীবনের সর্বত্র শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বিধান করায়। ইতোপূর্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে সবাইকে শান্ত থাকা এবং ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও এক বিবৃতিতে জনজীবনের সর্বত্র শান্তিশৃঙ্খলা নিশ্চিত করার অনুরোধ  জানানো হয়েছে। এক্ষেত্রে  থানা-পুলিশের শতভাগ কার্যক্রম শুরু একটি ইতিবাচক পদক্ষেপ। আশা করা যায়, সর্বস্তরে সবার সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টায় অচিরেই দেশে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা হবে এবং জনজীবনে ফিরে আসবে শান্তিসহ নিরাপত্তা।

×