ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

দৃষ্টান্তমূলক শাস্তি হোক ধর্ষকদের

মো. জাহিদ হাসান

প্রকাশিত: ১৮:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

দৃষ্টান্তমূলক শাস্তি হোক ধর্ষকদের

সম্প্রতি সারাদেশে ধর্ষণের ঘটনাগুলো অত্যন্ত লোমহর্ষক। এর মধ্যে রাজশাহীতে চলন্ত বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণ এবং নিজ বাড়িতে শিশু ধর্ষণের ঘটনাটি উল্লেখযোগ্য। আজকাল যে কোনো জায়গায় নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

ইতোপূর্বে আমরা দেখেছি যে হাতেনাতে প্রমাণ থাকা সত্ত্বেও ক্ষমতার জোরে এবং  আইনশৃঙ্খলার শিথিলতার সুযোগে অনেক ধর্ষণ মামলার আসামি সহজেই নিস্তার পেয়ে গেছে। জুলাই আন্দোলনের পর বৈষম্যহীন নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতি ও রাহাজানি প্রশ্রয় পাবে না, সাধারণ জনগণ সেই প্রত্যাশা রাখে। কিন্তু বর্তমানে ধর্ষণ, খুন, ডাকাতি এত পরিমাণে বেড়ে গেছে যে, সাধারণ মানুষ আইনের ওপর আস্থা হারিয়ে ফেলছে।

আমাদের দেশে ধর্ষণ বৃদ্ধির প্রধান কারণ আইনশৃঙ্খলার শিথিলতা। তাই নারীদের স্বাধীনতা ও অধিকার রক্ষায় ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে মানুষ নামক কিছু পশুরা ধর্ষণের মতো জঘন্য কাজ করার সাহস না পায়।

এ ছাড়া আত্মরক্ষার্থে নারীদের সর্বদা সচেতন থাকতে হবে। এ ব্যাপারে সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

 

কুতুবে রব্বানী

×