ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

ছাত্ররাজনীতি ॥ সংঘাত নয় সমন্বয় চাই

বিএম মিকাইল হোসাইন

প্রকাশিত: ২০:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্ররাজনীতি ॥ সংঘাত নয় সমন্বয় চাই

সাম্প্রতিককালে বাংলাদেশের ছাত্ররাজনীতিতে সংঘাত ও বিভেদের ঘটনা আমাদের শিক্ষাঙ্গনের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। বিশেষ করে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও যুবদলের হামলার ঘটনা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। এ ধরনের ঘটনা শুধু শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে না, বরং ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিদ্যমান সহাবস্থান ও সমন্বয়কেও বিপন্ন করে তোলে।
ছাত্ররাজনীতির বর্তমান প্রেক্ষাপটে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রসংগঠনগুলোর মধ্যে একটি সহাবস্থানের পরিবেশ সৃষ্টি হয়েছিল। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একসঙ্গে আন্দোলনে অংশগ্রহণ করে স্বৈরাচার হটিয়ে জনমনে যে নতুন আশার সঞ্চার করেছিল, সময়ের পরিক্রমায় দিনে দিনে এখন তা হ্রাস হতে চলেছে। কুয়েটের সাম্প্রতিক ঘটনার পর এ সহাবস্থান ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সহাবস্থান পুনঃপ্রতিষ্ঠার জন্য খোলামেলা সংলাপ ও সমঝোতা প্রয়োজন। ছাত্রসংগঠনগুলোর নেতাদের মধ্যে খোলামেলা আলোচনা ও সমঝোতার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা বৃদ্ধি পাবে, যা সংঘাতের সমাধানে সহায়তা করবে। সুস্থ রাজনৈতিক চর্চা নিশ্চিত করতে দলীয় লেজুড়বৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করে শিক্ষার্থীবান্ধব ও গণতান্ত্রিক পরিসরে রাজনীতি চর্চা করা উচিত। এতে শিক্ষার্থীদের মধ্যে রাজনীতির প্রতি আস্থা ও আগ্রহ বৃদ্ধি পাবে।
ছাত্রসংসদ নির্বাচন নিয়মিত আয়োজন করে শিক্ষার্থীদের মতামত প্রকাশের সুযোগ দেওয়া উচিত। এটি নেতৃত্বের বিকাশ ও সুস্থ রাজনৈতিক পরিবেশ গঠনে সহায়তা করবে। পাশাপাশি, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ জাগ্রত করতে হবে, যাতে তারা সঠিক পথে রাজনীতি চর্চা করতে পারে।
ছাত্ররাজনীতি আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সংঘাত ও বিভেদ নয়, বরং  সমন্বয় ও  সহাবস্থানের মাধ্যমে আমরা একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে পারি। এজন্য ছাত্রসংগঠনগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতা অপরিহার্য। আসুন, আমরা সবাই মিলে  শিক্ষাঙ্গনে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল পথ তৈরি করি।

শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

×