ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

ভাষা ও দেশপ্রেম

সাফিনাতুন জাহান সাবরিন

প্রকাশিত: ১৮:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ভাষা ও দেশপ্রেম

প্রতিটি জাতির কাছে মাতৃভাষার প্রতি ভালোবাসা অপরিসীম। মাতৃভাষা হলো আমাদের আত্মপরিচয়ের ভিত্তি, অনুভূতির প্রকাশ এবং সংস্কৃতির ধারক। বাংলা ভাষার প্রতি ভালোবাসা শুধু আবেগের বিষয় নয়, এটি আমাদের ঐতিহ্য, ইতিহাস ও আত্মত্যাগের সঙ্গে গভীরভাবে জড়িত। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেক শহীদ প্রাণ দিয়েছেন বাংলার মর্যাদা রক্ষায়। এটি একমাত্র ভাষা, যার জন্য মানুষ জীবন দিয়েছে।
যে ভাষার মর্যাদা আমরা রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত করেছি সে মাতৃভাষা আজ বড়ই অবহেলিত। মা ও মায়ের ভাষার প্রতি মানুষের ভালোবাসা সহজাত হলেও স্থায়িত্ব পালনের বেলায় ভিন্নতা দেখা যায়। প্রযুক্তির অগ্রগতি, বিদেশী ভাষার প্রতি অতিরিক্ত আগ্রহ ও সঠিক চর্চার অভাবের কারণে বাংলা ভাষার ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। এবং একই সঙ্গে অপ্রয়োজনীয় ইংরেজির সংমিশ্রণের ফলে মাতৃভাষা বিকৃত হচ্ছে যার ফলে অনেকে শুদ্ধভাবে বলতে, পড়তে, লিখতে পারছে না।
এছাড়া অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ভাষার প্রতি পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয় না। নতুন প্রজন্মের কাছে ভাষার ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা কম। যার ফলে দিন দিন মায়ের ভাষা গুরুত্ব হারিয়ে অবহেলিত হচ্ছে। বৈশ্বিক প্রয়োজনে আমাদের ইংরেজি বা অন্যান্য ভাষাও শিখতে হবে। একই সঙ্গে মাতৃভাষার চর্চাকেও গুরুত্ব দিতে হবে। উচ্চশিক্ষার  ক্ষেত্রেও বাংলা ভাষার ব্যবহার বাড়াতে হবে। নতুন প্রজন্মকে ভাষার গুরুত্ব ও ইতিহাস তুলে ধরতে হবে এবং শেখাতে হবে। বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা এবং সঠিকভাবে এর চর্চা করা আমাদের সকলের দায়িত্ব।
ভাষার মাসে আমাদের চেতনাকে শানিত করতে হবে, মাতৃভাষার প্রতি প্রকৃত ভালোবাসা জাগিয়ে তুলতে হবে। কেবল আনুষ্ঠানিকতা নয়, প্রাত্যহিক জীবনে তার প্রয়োগ ঘটাতে হবে। মাতৃভাষার প্রতি যত্ন নেওয়া মানে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো, যা প্রকৃত দেশপ্রেমের উদাহরণ। তাই আমাদের সকলের উচিত মাতৃভাষার প্রতি যত্নশীল হওয়া এবং ভালোবাসা। যে জাতি নিজের ভাষাকে ভালোবাসে না, তারা কখনোই সত্যিকারের  দেশপ্রেমিক হতে পারে না। তাই বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা, এর সঠিক চর্চা করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে এর গুরুত্ব শেখানো আমাদের দায়িত্ব। মাতৃভাষার যত্ন  নেওয়া মানেই দেশকে ভালোবাসা, মানেই প্রকৃত  দেশপ্রেম।
চট্টগ্রাম থেকে

×