
ছবি:সংগৃহীত
ইসরায়েল পৃথিবীর অন্যতম নিরাপদ শহর :বনি আমিন
সম্প্রতি ইসরায়েল ভ্রমণ শেষে বনি আমিন বলেছেন, ইসরায়েল পৃথিবীর অন্যতম নিরাপদ শহর। বাহির থেকে ইসরায়েলকে যেভাবে দেখা হয়, বাস্তবে তা তেমন নয়।
তিনি বলেন, এখানে মুসলমানরা খুব ভালোভাবে বসবাস করছেন এবং এর প্রমাণ তিনি তার ভিডিওতে দেখিয়েছেন। তিনি জানিয়েছেন, একদিন রাস্তায় একজন ট্রাক ড্রাইভার তার ট্রাক থামিয়ে, ট্রাকের ছায়ায় ইসরায়েলের মাটিতে যোহরের নামাজ পড়ছেন।
এছাড়া, তেল আবিব শহরের ইতিহাস সম্পর্কে তিনি উল্লেখ করেন যে, ১৯৪৮ সালে জাতিসংঘ ইসরায়েলকে ৫৬% ভূমি দেয়, যা আরবরা কিছুটা মেনে নিলেও পুরোপুরি গ্রহণ করেনি এবং পরদিনই তারা যুদ্ধ শুরু করে। তবে, তিনি দখলকৃত ভূমির কথা বলেননি, বরং তিনি বলছেন, যেখানে ইহুদিদের সংখ্যা বেশি, সেখানেই মুসলমানরা রাস্তায় নামাজ পড়ছেন, যা ভারতের মতো কিছু দেশে সম্ভব নয়।
আল আকসা মসজিদে মুসলমানদের প্রবেশে বাধা সম্পর্কে তিনি জানান, নিরাপত্তার স্বার্থে যে কেউ আল আকসা মসজিদে প্রবেশ করতে চাইলে তাকে মুসলমান হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে এবং এজন্য তাকে একটি সুরা পাঠ করতে হবে, যা পাঠের দায়িত্বে থাকেন একজন ইহুদি সেনা।
আঁখি