ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

মোবাইল নয়, শিশুকে বই দিন

খাদিজা আক্তার সায়মা

প্রকাশিত: ২০:৫০, ১২ ফেব্রুয়ারি ২০২৫

মোবাইল নয়, শিশুকে বই দিন

বই মানেই বিশাল জ্ঞানের সমুদ্র। আমাদের জানা-অজানা সকল জ্ঞানের সমৃদ্ধ হলো বই। জীবনের শুরু থেকে শেষ অবদি আমরা জ্ঞান অর্জন করি। একাডেমিক বই আমাদের দক্ষতা বৃদ্ধি করে, আমাদের জীবিকা নির্বাহে সাহায্য করে, আমাদের কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখে। কিন্তু একাডেমিক বইয়ের বাইরেও আমাদের অন্য বই পড়া উচিত। ভিন্ন বই আমাদের মস্তিষ্কে ভিন্ন জ্ঞানের পরিধি বাড়ায়। শেখায় মূল্যবোধ, সময়ানুবর্তিতা, সহানুভূতি, সাহোযোগিতা, দানশীলতা, দায়িত্ববোধ। বই পড়ার গুরুত্ব আমরা নবম-দশম শ্রেণির পাঠ্যবই ‘বই পড়া’- প্রমথ চৌধুরীর প্রবন্ধ পড়লে ভালোভাবে বুঝতে পারি। একাডেমিক বই আমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বরাদ্দ থাকে। কিন্তু অন্য যে কোনো বই আমরা মৃত্যুর আগ পর্যন্ত পড়ে যেতে পারি। একটি শিশু পরিবার থেকে শেখে, শিখে বাবা-মায়ের কাছ থেকে। আজকাল বাবা-মায়েরা জ্ঞান অর্জন বলতে শুধু একাডেমিক বই পড়া বুঝেন। তারা সন্তানদের ভিন্ন বই পড়াতে উদ্বুদ্ধ করেন না। সারাক্ষণ গণিতের জটিল সমীকরণ ও ইংরেজি ভোকাবুলারির ধ্যানে রাখেন। শেক্সপীয়ারের রচনাসমগ্র পড়লে হয়তো ইংরেজি নিয়ে ভীতি থাকত না। বই ও বইয়ের জ্ঞান নিয়ে আরেক ভান্ডার হচ্ছে বাংলা একাডেমিক কর্তৃক আয়োজিত অমর একুশে বইমেলা। মেলা মানে আমাদের কানে বাজে হৈ-হুল্লোড়, হাসি-খেলা, আনন্দ। অন্যদিকে বইমেলা আমাদের জ্ঞানের মেলা। জ্ঞান অর্জন ও জ্ঞান দানের মেলা। শিশুদের আমরা বিভিন্ন উৎসবে পার্কে নিয়ে যাই। কিন্তু জ্ঞান অর্জনের জন্য খুব কম সংখ্যক শিশুকে বইমেলায় নিয়ে যায়। জীবন এক রহস্যময় অধ্যায়। এই রহস্যময় অধ্যায় উন্মোচনে লাভ-ক্ষতি দিয়ে হয় না, জ্ঞানের ভাণ্ডার থেকে হয়। বইমেলা হলো জ্ঞানের ভাণ্ডার ধারণের স্থান। আজকাল স্মার্টফোনের রসাতলে যেন বই পড়া হারিয়ে যাচ্ছে। সারাক্ষণ ফোনের নীল স্ক্রিন আর সেলফি ছবিতে মুখরিত আমাদের জীবন। কিন্তু একটি বই যে একটি মানুষের জীবন বদলাতে পারে তা আমরা ভেবে দেখি না। অভিভাবক ও পরিবারবৃন্দ আপনার সন্তানকে আপনি যেভাবে গড়ে তুলবে সেভাবেই গড়ে উঠবে। তাই সঠিক জীবন গড়ে তোলার জন্য ছোট বয়স থেকে হাতে ফোন নয়, বই তুলে দিন। বিনোদন কেন্দ্র হিসেবে বইমেলা, লাইব্রেরি-গ্রন্থাগার বেছে নিন। বিদ্যালয় ও কলেজগুলোতে বই পড়া নিয়ে সেমিনার প্রয়োজন। সপ্তাহে একদিন অত্যন্ত বই নিয়ে আলোচনা-সমালোচনা হোক। দেশ ও দেশের মানুষের কল্যাণে বইয়ের বিকল্প নেই।

সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ থেকে

×