![বই আদর্শ উপহার বই আদর্শ উপহার](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/13-2502121441.jpg)
বর্তমানের আধুনিক পৃথিবীতে যেকোন উৎসব-আয়োজনে প্রিয়জনকে উপহার হিসেবে মানুষ বিভিন্ন ধরনের উপহার দেয়। তবে এসব উপহার অনেক ক্ষেত্রে দামি হলেও তা অনেকের কাছে সৌন্দর্য বৃদ্ধি ব্যাতিত অন্য কোন ভূমিকা রাখে না। তবে উপহারও হতে পারে জ্ঞান বৃদ্ধি কিংবা সৃজনশীলতা বৃদ্ধির সহায়ক, যদি তা হয় মানসম্পন্ন কালজয়ী বই। উপহার হিসেবে বইয়ের গুরুত্ব অত্যন্ত গভীর এবং বহুমুখী। এটি জ্ঞান, চিন্তাশক্তি, এবং সৃষ্টিশীলতার প্রতীক। বই শুধু একটি বস্তুু নয়। এটি একটি অনুভূতি এবং একজন মানুষের প্রতি অন্যের ভালোবাসা বা শ্রদ্ধার প্রকাশ। বই জ্ঞানার্জনের একটি মাধ্যম। একাডেমিক পড়ার চাপে তাই আলাদা ভাবে সাহিত্যচর্চায় মনোযোগ দিতে পারে না বর্তমান মানবসমাজের বড় একটি অংশ। তাই দিনদিন বই পড়া, বই নিয়ে আলোচনা কমে যাচ্ছে। পাশাপাশি প্রযুক্তিগত কারণে সাহিত্যচর্চার প্রতি মানুষের আগ্রহও কমে যাচ্ছে। বই পড়ার মাধ্যমে মানুষ নতুন কিছু শিখতে পারে এবং নিজের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে পারে। যা নতুন দৃষ্টিভঙ্গি বা ধারণা প্রদান করে। অন্যান্য উপহারের তুলনায় একটি বই দীর্ঘস্থায়ী এবং স্মৃতিস্বরূপ। সময়ের সঙ্গে সঙ্গে এর মূল্য আরও বাড়ে। একজন ব্যক্তির পছন্দ বা আগ্রহ অনুযায়ী বই উপহার দিলে তা আরও অর্থবহ হয়ে ওঠে। এটি প্রমাণ করে যে আপনি তার সম্পর্কে ভাবছেন। বই পাঠে মানসিক প্রশান্তি আসে এবং গভীর আবেগ সৃষ্টি হতে পারে। উপহার হিসেবে বই দিলে এটি সেই আবেগকে ভাগাভাগি করার একটি মাধ্যম হয়ে ওঠে। বই আমাদের সংস্কৃতি ও ইতিহাসকে সংরক্ষণ করে এবং তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে সহায়তা করে। প্রযুক্তির এই যুগে বই এখনও তার চিরায়ত গুণাবলীর কারণে একটি আদর্শ উপহার। বই উপহার দেয়ার একটি বড় উপলক্ষ হতে পারে বইমেলা। প্রতিবছর ভাষার মাসে আয়োজিত অমর একুশে বইমেলা বাংলাদেশের পাঠকদের আগ্রহ ধরে রাখার চেষ্টা করে? তাই বইমেলাকে কেন্দ্র করে হলেও পরিবার, বন্ধু-বান্ধব ও প্রিয়জনের মাঝে বইয়ের আলো ছড়িয়ে দেয়ার অভ্যাস করতে পারি আমরা। তাতে বই পড়ার ভালো অভ্যাস যেমন তৈরি হবে, পাশাপাশি বাংলা সাহিত্য আমাদের মাঝে প্রজন্ম থেকে প্রজন্মে বহমান থাকবে চিরকাল। বই উপহার দেওয়া মানে একজনের জ্ঞান, মনন, ও মানসিক বিকাশে ভূমিকা রাখা। এটি এমন একটি উপহার যা মনের গভীরে জায়গা করে নিতে পারে। আসুন আমরা বই পড়ি এবং অন্যের মাঝে বই পড়ার অভ্যাস ছড়িয়ে দেই।
ঢাকা কলেজ, ঢাকা থেকে