ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

এআই অগ্রযাত্রা সুযোগ ও চ্যালেঞ্জ

প্রকাশিত: ২০:২৪, ৭ ফেব্রুয়ারি ২০২৫

এআই অগ্রযাত্রা সুযোগ ও চ্যালেঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্বজুড়ে প্রযুক্তিগত অগ্রগতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশ থেকে দেশ, প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান সকলেই চাচ্ছে এআইকে আরও উন্নত করতে, একে অপরকে ছাড়িয়ে যেতে। এআই প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে, যা স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা ও শিল্প খাতে বিপ্লব ঘটাচ্ছে। জটিল সমস্যার দ্রুত সমাধান মিলছে, উৎপাদনশীলতা বাড়ছে, গবেষণায় নতুন দ্বার খুলছে এবং মানুষের জীবন আরও সহজ হচ্ছে। তবে এই অগ্রযাত্রার কিছু নেতিবাচক দিকও লক্ষ্য করা উচিত।  
এআই দ্বারা পরিচালিত স্বয়ংক্রিয় ব্যবস্থা অনেক চাকরি হ্রাস করছে, যা বৈশ্বিক কর্মসংস্থানের জন্য হুমকি। অত্যধিক নির্ভরশীলতার ফলে মানুষ চিন্তা করার প্রবণতা হারাচ্ছে। লেখালেখি, চিত্রকলা, সংগীত ও অন্যান্য সৃজনশীল কাজে এআই ব্যবহারের ফলে মৌলিক চিন্তার জায়গা সংকুচিত হচ্ছে। অনেকেই এআই-নির্ভর হয়ে পড়ছে। যার ফলে নতুন ধারণা বা উদ্ভাবনী চিন্তার পরিমাণ কমে যাচ্ছে। প্রযুক্তির অগ্রগতি প্রয়োজন, তবে মানুষের সৃজনশীলতা যেন হারিয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। এআইকে সহায়ক হিসেবে ব্যবহার করাই হবে বুদ্ধিমানের কাজ।    

হাবিব আল মিসবাহ
কুষ্টিয়া

×