ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

শহর ও মফস্বলের বিভিন্ন কলেজে গ্রন্থমেলা হওয়া উচিত

প্রকাশিত: ২০:১৪, ৭ ফেব্রুয়ারি ২০২৫

শহর ও মফস্বলের বিভিন্ন কলেজে গ্রন্থমেলা হওয়া উচিত

বাংলা ভাষার মাস ফেব্রুয়ারি তাই বাংলা বর্ণমালার গন্ধ এখন আকাশে বাতাসে। ভাষার মাসে আলাদা নজর কাড়ে প্রাণের গ্রন্থমেলা। দেশের কমবেশি সকল বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে গ্রন্থমেলার আয়োজন করা হয়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলো থাকে গ্রন্থমেলার উৎসব থেকে বঞ্চিত। এতে বাংলা সাহিত্যসহ বাংলা ভাষার প্রতি আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা। শুধু তাই নয় শিক্ষার্থীরা এতে করে বই পড়ার আগ্রহ থেকে দূরে সরে যাচ্ছে। আর বই থেকে সরে যাওয়া মানে জাতির মেধা মননে ধ্বংস ডেকে আনা। গ্রন্থমেলা পাঠকের মনের চাহিদা পূরণ করে এবং পাঠকের সংখ্যা বাড়ায়। যা আমাদের মেধা বিকাশের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে। কিন্তু কলেজের শিক্ষার্থীদের এসব থেকে দূরে রাখাটা ভয়ংকর হতে পারে। এক্ষেত্রে কলেজ প্রশাসনের নীরব ভূমিকা কখনোই কাম্য হতে পারে না। প্রয়োজনে বিশেষ সরকারি নজরদারিতে গ্রন্থমেলার আয়োজন যথাযথভাবে  অন্তভুক্ত করা খুবই অপরিহার্য আর সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। গ্রন্থমেলাই পারে বইবিমুখ হয়ে থাকা একটি প্রজন্ম কে বইয়ের নেশায় ডুবিয়ে রাখতে।
শহরে কিংবা মফস্বলের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি কলেজে গ্রন্থমেলার আয়োজন করা অতীব জরুরি। এই পদক্ষেপ এই মুহূর্তে গ্রহণ করাটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সময়ের যৌক্তিক দাবি হয়ে উঠেছে। তাই শিক্ষার্থীদের বইয়ের দিকে আকৃষ্ট করতে ও সৃজনশীলতা রক্ষা করতে সকল কলেজে বইমেলার আয়োজন নিশ্চিত করা হোক।


ইসতিয়াক আহমেদ হৃদয়
নওগাঁ সরকারি কলেজ

×