ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

হিজড়ারাও মানুষ

সুরাইয়া ইয়াসমিন সুমি

প্রকাশিত: ২০:১৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:২২, ৫ ফেব্রুয়ারি ২০২৫

হিজড়ারাও মানুষ

ছবি : সংগৃহীত

সমাজে এমন কিছু মানুষ আছে যারা চরমভাবে অবহেলিত। তাদের হিজড়া নাম দেওয়া হয়েছে। তাদের জীবনধারণ মানেই যেন অভিশাপ। কখনোই তাদের নিয়ে তেমন কলমে কিছু উঠে আসে না। তাদের জীবনগল্প নিয়ে মাথা ঘামানো হয় না। অবহেলিত জীবন নিয়ে তারা কখনো প্রতিবাদী হয়ে ওঠে না। তারা মেনে নিছে ভাগ্য। কিন্তু কেন তাদের এতো অবহেলা? চাকরিক্ষেত্রে দেওয়া হয় না সুযোগ। অভাব অনটনে দিন অতিবাহিত করতে হয় তাদের। আমাদের দেশেই  বৈষম্যমূলক এ ভেদাভেদ চরমভাবে পরিলক্ষিত। আমরা কখনোই ভাবি না তাদের জন্মে তারা তো দায়ী নয়। স্বাভাবিক আর দশটা মানুষের মতো সমাজে থাকলে সমস্যা কোথায়? তাদেরকে এত অবহেলার চোখে দেখা হয় যে, মাঝে মাঝে তারাও ভুলে যায় তারা মানুষ। তাদের মূল্যায়ন করা হয় না বিধায় বাধ্য হয়ে তারা চাঁদা নিয়ে জীবন-যাপন করে। রাস্তাঘাটে যেখানেই দেখি না কেন এড়িয়ে চলার একটা মনোভাব আমাদের সবসময় চোখেমুখে থাকেই। কেমন জানি তাচ্ছিল্যভাব তাই না! কিন্তু তারাও ভালোবাসতে জানে। জানে আগলে রাখতে। টিকিয়ে রাখতে পারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু আমরা এই সুস্থ মস্তিষ্কের মানুষেরাই বাধ্য করি তাদের উত্ত্যক্ত করতে। তাদেরও বাঁচার অধিকার আছে। তারাও যে মানুষ এটা আমরা ভুলে যাই। তারা হিজড়া এটা বড় পরিচয় নয় বড় পরিচয় তারা মানুষ। মানুষ হিসেবে মানুষকে ভালোবাসা ও সম্মান করা উচিত। সে যেমনই হোক না কেন ভেদাভেদ না করে মানুষ হিসেবে আগে দেখা উচিত। আসুন না তাদের একটু মানুষ ভাবি, বাড়িয়ে দেই হাত, গড়ে তুলি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পাশে থেকে তাদের দুঃখ কষ্টগুলো লাঘব করার চেষ্টা করি। সমাজের দৃষ্টিভঙ্গি, ভেদাভেদ ঘেরা মনোভাব বদলানোর জন্য সকলের কাছে আকুল আবেদন।

সরকারি বি. এল কলেজ, খুলনা থেকে

×