ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

দূর হোক হিংসা অহংকার

এস এ বিপ্লব

প্রকাশিত: ২০:১১, ৫ ফেব্রুয়ারি ২০২৫

দূর হোক হিংসা অহংকার

আমরা জানি, ছয়টি রিপু মানুষকে ধ্বংস করে থাকে বা ধ্বংসের পথে  নিয়ে যায়। আর এ ছয়টির  রিপুর মধ্যে অন্যতম তিনটি হলো- রিষ, মিথ্যা, অহংকার। এর মধ্যে রিষটাই বেশি দেখা যায়। রিষ মানে হলো প্রতিহিংসা, দ্বেষ, আক্রোশ। রিষ যে নেই কোথায়,  সেটাই ভেবে পাই না। এমন কোনো স্থান নেই যেখানে রিষ নেই। ধর্মে রিষ, কর্মে রিষ, রাজনীতিতে রিষ, সেবাতে রিষ, কবি- সাহিত্যিকদের মাঝেও রিষ। রিষের কথা কেন বললাম কারণ, মানুষ চাইলেই সাহায্য-সহযোগিতার মাধ্যমে একজন আরেক জনকে উপরে তুলতে পারে। কিন্তু এই রিষের কারণে মানুষ  সেটা করে না। এ যুগে কেউ কাউকে উপরে তুলতে চায় না। কেউ চায় না সে বড় হোক। যার কারণে ধর্মে চলে এক ধরনের রিষ, কর্মের রিষ তো আরও ব্যাপক। আর রাজনীতির কথা তো বলে শেষ করা যাবে না। মজার বিষয় হলো, মানুষ মনে করে কবি- সাহিত্যিকদের ভিতর কোনো রিষ বা অহংকার নেই। অথচ সেটাও মানুষের ভুল ধারণা। এ যুগে কবিদের মাঝেও রিষ কাজ করে।
আজকাল কেন জানি রাস্তাঘাটে মানুষ পরে থাকলেও কেউ এগিয়ে যায় না, সহযোগিতার হাত বাড়ায় না। অনেক সময় ভিক্ষা চাইলেও ভিক্ষা দেয় না। এর কারণ হলো বিশ্বাস। এ যুগে মানুষের কাছ থেকে একদম বিশ্বাস উঠে গেছে। যার কারণে কেউ কাউকে সাহায্য কিংবা সহযোগিতা থেকে দূরে থাকে। আবার এই শহরের ইটের বদ্ধ ঘরে থেকে মানুষ ও ইট পাথরের মতো হয়ে গেছে। মানুষের মন এখন কঠিন আকার ধারণ করেছে। যার কারণে সবাই নিজের চিন্তা করে থাকে। অন্যের বিপদে ডাকলে ও যায় না। সত্যি বলতে কি? আজকাল মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই কথাটি মনে হয় গানেই সীমাবদ্ধ আর কোথাও দেখা যায় না। কিংবা বলতে পারি কথার সঙ্গে কাজের বা বাস্তবতার কোনো মিল নেই এখন আর দেখা যায় না। তাই সমাজে আজ অসহায় মানুষের সংখ্যা বেশি দেখা যায়। অথচ আমরা চাইলেই কিন্তু একজন মানুষের পাশে দাঁড়াতে পারি। সাহায্য-সহযোগিতার হাত বাড়াতে পারি। আর একে অপরের সহযোগিতা করলে মানুষের দুর্বলতা থাকবে না। অনেকে আবার সরলতাকে  দুর্বলতা ভেবে থাকে। সরলতা আর দুর্বলতা কিন্তু এক নয়। কাউকে ঠকালেও আবার কোনো না কোনোভাবে নিজেকেও ঠকতে হবে। তাই আসুন সব ভুলে আর হিংসা না করে একে অপরের পাশে দাঁড়াতে সহায়তা করি। সে হোক বয়স্ক, বা শিশু কিংবা তৃতীয় লিঙ্গের কেউ। আবার হোক সে রিক্সাওয়ালা বা মুচি যাই হোক না কেন? মনে রাখতে হবে দুটোই আমাদের কাছে মূল্যবান। মানুষ আর কর্ম দুটোরই বুঝতে হবে মর্ম। কাজ মানুষের আশীর্বাদ তেমনি মানুষের সঙ্গে মানুষের পরিচয় হওয়া সেটাও আশীর্বাদ হয়। মানুষের পরিচয় অর্থ, ধর্ম, কর্ম কিংবা বর্ন দিয়ে হয় না। তার পরিচয় প্রকাশ পায় আচার-ব্যবহারে। মানুষের খারাপ সময়ের সময়টা থাকে না ঠিকই কিন্তু খারাপ সময়ের  আচরণ সারাজীবন থাকে। তাই যতটা পারি আমরা মিথ্যা, হিংসা আর অহংকার ভুলে মানুষের পাশে দাঁড়াই, মানুষকে ভালোবাসি, মানুষের পাশে থাকি।

নারায়ণগঞ্জ থেকে

×