ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভোগান্তি কমান

সিদ্দিকা ফেরদৌস তরু

প্রকাশিত: ২১:১৬, ২২ জানুয়ারি ২০২৫

ভোগান্তি কমান

আমরা যারা রোগী আমাদের ভরসার জায়গা হলো ডাক্তার

আমরা যারা রোগী আমাদের ভরসার জায়গা হলো ডাক্তার। খাদ্যের পর আমাদের মৌলিক চাহিদা হলো চিকিৎসা। প্রতিনিয়ত আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। কিন্তু সঠিকভাবে চিকিৎসা আমরা কতজনে করতে পারি? অনেকে টাকার অভাবে ধুঁকেধুঁকে মরছে।

বাংলাদেশের বেশিরভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। সেইক্ষেত্রে চিকিৎসাতো দূরের কথা, খাবারটা যোগাড় করতে হিমশিম খেতে হয়। সবসময়ই বলা হয়, গরিবদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে, আদতে কি সেই সেবা গরিব মানুষেরা পায়?
 একজন রোগী ডাক্তারের কাছে যায় দুটি প্রত্যাশা নিয়ে; এক.সঠিকভাবে সেবা পাওয়া দুই. ভালো আচরণ পাওয়া। একজন রোগী তার সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করাতে চায়। রোগ যদি জটিল হয় সেক্ষেত্রে টাকাতো আকাশচুম্বি নয়।
আমাদের দেশের ডাক্তাররা রোগীদের পয়সার মেশিন মনে করে। মেশিন ঘুরালেই টাকা আসবে। ডাক্তাররা নিজেদের মতো করে রোগীদের কাছ থেকে ফি নিয়ে থাকে। এখানে কোনো আইনকানুনের বালাই নেই। সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেবার কথা নামমাত্র মূল্যে টিকিট কেটে। কিন্তু গরিবেরা যথাযথ চিকিৎসা সেবা পায় না। আমি ডাক্তারদের বিরুদ্ধে নই। আমি প্রচলিত নিয়মের বিরুদ্ধে। আমাদের দেশে চিকিৎসা খরচ বেশি।

যেটা সবচেয়ে কম হওয়া উচিৎ ছিল। ডাক্তারের ফির প্রশ্নে যদি আসি যেখানে প্রাথমিকভাবে সিনিয়র ডাক্তারের ফি ৫০০ টাকা, জুনিয়রদের ৩০০/৪০০ এর বেশি হওয়া উচিৎ নয়। বাস্তবে আমরা কি সেই চিত্র দেখতে পাই? এই টাকার পরিমান বর্তমানে চার গুণ হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় অভিযোগ সরকারী হাসপাতালে গেলে ডাক্তাররা কোনোমতে দেখে আকার ইঙ্গিতে প্রাইভেট চেম্বারে যেতে বলেন।

আর টেস্ট ফি মিলিয়ে কয়েক হাজার টাকার ধাক্কা, যা একজন গরিব মানুষের পক্ষে খরচ করা প্রায় অসম্ভব। লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তাররা যখন ডাক্তার হন তখন তারা সম্পূর্ণ প্রফেশনাল হয়ে পড়েন। স্বাস্থ্যসেবা একটা মহান পেশা। এটাকে কমার্শিয়ার বানানো ঠিক নয়। তাছাড়া সরকারী ডাক্তারদের সরকারী সেবার চাইতে প্রাইভেট চেম্বারে বসাতেই বেশি আগ্রহ। এতে মুনাফার পরিমাণটা অনেক বেশি। আর ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের কারণে অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক। হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক মালিকদের বেশিরভাগ ডাক্তার না হওয়ায় ব্যবসায়ী মনোভাবটা বেশি। তারা মুনাফা বোঝে, সেবা বোঝে না। আমাদের মতো গরিব দেশে মানুষকে বাঁচাতে গেলে পুরো স্বাস্থ্যখাতটাকে ঢেলে সাজাতে হবে।সরকার থেকে ডাক্তারদের ফি নির্ধারণ করতে হবে। ডাক্তাররা নিজেদের মর্জিমাফিক ফি নেবেন না।এটা সরকারী-বেসরকারী উভয়ের জন্য প্রযোজ্য হবে। সব ফি যৌক্তিকতা ও ভারসাম্য বজায় জরুরী।

দক্ষিণ ধানঘড়া, গাইবান্ধা থেকে

×