ছবি : সংগৃহীত
"শহীদ জিয়া"
নিছক একটি নাম নয়। নিছক দুটি শব্দ নয়। শহীদ জিয়া একটি আদর্শ। শহীদ জিয়া একটি চেতনা। শহীদ জিয়া একটি প্রতীক। বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক। শহীদ জিয়া বাংলাদেশ বিজয়ের প্রতীক। আজ শহীদ জিয়া আমাদের মাঝে নেই। কিন্তু আমাদের মাঝে রয়েছে তার আদর্শ ও চেতনা। আর রয়েছে তার আত্না ও আত্নত্যাগের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা। দেশের স্বাধীনতা অটুট রাখার দায়বদ্ধতা। দেশের সার্বভৌমত্ব অটুট রাখার দায়বদ্ধতা। দেশের জাতীয়তাবাদ অটুট রাখার দায়বদ্ধতা। যে স্বাধীনতার ঘোষকের কন্ঠে স্বাধীন বাংলাদেশের ভিত্তি প্রস্তর রচিত হয়েছিল, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে হলেও দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, নিজেদের অস্তিত্বের স্বার্থে, আমরা কি পারব না আর একটি বারের জন্য হলেও আমাদের মাঝে স্বাধীনতার সেই চেতনা ও আদর্শকে ফিরিয়ে আনতে?
আজ স্বনির্ভর আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর "শ্রদ্ধাঞ্জলি" সেই সাথে সকল জাতীয়তাবাদী আর্দশের সৈনিকদের জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন।
“চেতনায় জাতীয়তাবাদ, বিপ্লবেই মুক্তি”
জাহিদ এফ সরদার সাদীর ফেসবুক পেজ থেকে
মো. মহিউদ্দিন