ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

বিএনপি কি তবে ভারতপন্থী হচ্ছে?

প্রকাশিত: ০৭:৪০, ১৮ জানুয়ারি ২০২৫

বিএনপি কি তবে ভারতপন্থী হচ্ছে?

বিএনপির বরাবরই মধ্যপন্থী,তবে অনেকটাই ডান পন্থাও অবলম্বন করে।এবার বিএনপির অবস্থান পুরোপুরি মধ্যপন্থী।রাজনৈতিক বিশ্লেষক,বিশিষ্ট সাংবাদিকএবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমান তাঁর ইউটিউব চ্যানেলে এই মন্তব্য করেন। 

তার মতে বিএনপির খুব সতর্কতার সাথে এগিয়ে চলছে। যারা উগ্রপন্থী তাদেরকে খুব সাবধানে এড়িয়ে চলছে বিএনপি এবং পুরোপুরি মধ্যপন্থা অবলম্বন করছে। তারা সবার কথা শুনছেন ,সময় নিচ্ছে,মন্তব্য করছে এবং খুব যৌক্তিক সিদ্ধান্ত নিচ্ছে।

অনেকেই অভিযোগ করছেন ,বিএনপি কি তবে ভারতপন্থী হচ্ছে?

জিল্লুর রহমান বলেন বিএনপি-ভারত সম্পর্ক একটা টানা পূরণ রয়েছে ,বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ছিল সব সময় ছিল।

বর্তমানে বিএনপির না ভারত পন্থী,না পাকিস্তানপন্থী না চীন পন্থী।তারা নিজেদের একটা স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছে,তবে এটা অবশ্যই সত্যি যে যেখানে তাদের দলের স্বার্থ বেশি জড়িত তাদের সাথে তাদের সম্পর্ক বেশি ভালো।

জিল্লুর রহমান বলে বিএনপি কোন দলের সাথে সম্পর্ক ছিন্ন করেনি কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রেখে বিএনপি তার নিজের রাজনীতি করে যাচ্ছে। 

বিএনপির ৩১দফা,সংস্কার কমিটিকে দেয়া ৬২ দফা,পরিপক্ষ রাজনীতি ,বিভিন্ন সময়ে বিএনপির মহাসচিব তারেক জিয়ার ভিডিও বার্তা এসব কিছুই খুবই সময়োপযোগী, খুবই পরিপক্ক যৌক্তিক ছিলো। 

 

ঝুঁকি ও সম্ভাবনা

রহমান বলেন বিএনপিকে আঞ্চলিক ক্ষমতাধর রাষ্ট্রগুলোর তোপের মুখে পড়তে হতে পারে।আঞ্চলিক ক্ষমতা ধর রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থে বিএনপিকে ব্যবহার করতে চাইবে ।

জিল্লুর রহমানের ধারণা ,বিএনপি বর্তমানে যে পথে এগোচ্ছে সে পথে যদি থাকে তাহলে জনগণের প্রচুর ভালোবাসা তারা পাবে এবং এটি হবে তাদের শক্তিমূল উৎসব। তিনি মনে করেন বাংলাদেশের যেসব ডেভলপমেন্ট পার্টনার দেশ রয়েছে যেমন যেসব দেশ বাংলাদেশের একটি সুষ্ঠু গণতন্ত্র দেখতে যায় সেই দেশগুলো ইতিমধ্যে বিএনপির মধ্যে গণতন্ত্র ধারণকারী প্রতিষ্ঠান হিসেবে দেখতে পেয়েছে। সর্বশেষ তিনি যুক্ত করেন বিএনপির হয় পাবার কিছু নেই যে গোছানোর রাজনীতি বিএনপির শুরু করেছে তাতে ভবিষ্যৎ রাজনীতি ভবিষ্যৎ চমৎকার হতে যাচ্ছে।

আফরোজা

×