দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের অবস্থা দিন দিন আরও খারাপ তথা দুর্বল হচ্ছে। যার ফলে, তারল্য সংকটে ভুগছে পুঁজিবাজার। গত আট বছরে অন্তত ১২ লাখ বিনিয়োগকারী, যাদের অধিকাংশই ক্ষুদ্র, মুখ ফিরিয়ে নিয়েছেন পুঁজিবাজার থেকে। আস্থার অভাবে নতুন কোনো বিনিয়োগকারীও আসছেন না এ বাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ২০১৬ সালে মোট বিও এ্যাকাউন্টধারী ছিলেন ২৯ লাখ ২৯ হাজার ১৮৯টি। ২০২৪ সালে তা কমে দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৯৫২টিতে। এর ফলে, ৮ বছরে ১২ লাখ ৬৪ হাজার বিনিয়োগকারী হারিয়েছে পুঁজিবাজার।
২০২৩ সালে বাজারে বিও অ্যাকাউন্টধারী ছিলেন ১৭ লাখ ৫৬ হাজার ১০৪ জন। সে হিসাবে বছরে বিনিয়োগকারী কমেছে ৯০ হাজারের বেশি। ভুক্তভোগীদের মতে, পুঁজিবাজারে অস্থিতিশীল এবং আস্থার সংকট থাকায় তারা ছেড়েছেন পুঁজিবাজার। বিনিয়োগকারীদের এ ব্যবসায় আসেন মূলত আর্থিক লাভের জন্য। যে কারণে এমনকি ঋণ নিয়েও বিনিয়োগ করেছেন অনেকে। কিন্তু লাগাতার লোকসানের কারণে তারা আর ভরসা পাচ্ছেন না পুঁজিবাজারে। উপরন্তু ঋণগ্রস্ত হওয়ায় হতাশায় ভুগছেন তারা। প্রায় সবাই চাচ্ছেন বিনিয়োগ তুলে নিতে। অবিলম্বে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জরুরি ব্যবস্থা না নিলে আগামীতে পুরো পুঁজিবাজার স্থায়ী ধসের মুখে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ডিএসইর লেনদেন পর্যালোচনা করে দেখা যায়, শুধু বিও অ্যাকাউন্ট না থাকায় গত ১ বছরে প্রধান সূচক কমেছে ১ হাজার পয়েন্টের বেশি। ডিএসই মূলধন হারিয়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার কোটি টাকা।
২০২৪ সাল ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বনিম্ন দরপতনের বছর। প্রায় বিধ্বস্ত পুঁজিবাজারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন সাধারণ বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটেল ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে তারা রাস্তায় নেমে ক্ষোভ-বিক্ষোভও করেছেন। বিগত সরকারের নানাবিধ অপকর্মের অনিবার্য প্রভাব পড়েছিল দেশের দুর্বল ও ভঙ্গুর পুঁজিবাজারেও। উপরন্তু অর্থপাচার, বৈদেশিক রিজার্ভ সংকট, বিনিয়োগকারীদের আস্থার অভাব, সর্বোপরি রাজনৈতিক পটপরিবর্তনের ধাক্কা প্রায় খাদের কিনারে নিয়ে গিয়েছিল দেশের পুঁজিবাজারকে।
সে অবস্থায় গত বছরের ১৯ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে চেয়ারম্যান হিসেবে যোগ দেন খন্দকার রাশেদ মাকসুদ। দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরানো তার প্রথম কাজ। তিনি স্বীকার করেছেন, গত এক দশকে পুঁজিবাজারে অনেক অনিয়ম-দুর্নীতি হয়েছে। তদনুযায়ী ব্যবস্থা গ্রহণও শুরু করেছেন ইতোমধ্যে।
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি নীতি সংস্কারের পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা। সেসব নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে বাস্তবায়নে জোর দেওয়া প্রয়োজন বলে জানান তারা। অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়েছে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে। ফলে, পুঁজিবাজারে স্বস্তির প্রভাবে মূল্য ও সূচক উভয়ই বাড়বে বলে আশা করা যায়। তাতে পুঁজিবাজারে অর্থলগ্নি করতে বিনিয়োগকারীরা হবেন উৎসাহিত। ২০২৫ সালে পুঁজিবাজারে গতি ফিরে আসবে বলেই প্রত্যাশা।
তারল্য সংকটে পুঁজিবাজার
শীর্ষ সংবাদ: