ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

বইয়ের সঙ্গে বন্ধুত্ব

প্রকাশিত: ১৯:৫৯, ১০ জানুয়ারি ২০২৫

বইয়ের সঙ্গে বন্ধুত্ব

নিজের জ্ঞানকে সমৃদ্ধশালী করতে বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন। বই কেবল জ্ঞানের উৎস নয়, এটি আমাদের মস্তিষ্ককে সচল রাখে এবং শক্তিশালী করে তোলে। মানসিক চাপ কমানো, সৃজনশীলতা বৃদ্ধি, এবং নিজেকে উন্নত করার জন্য বই পড়া অত্যন্ত কার্যকর। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে টিকে থাকতে হলে সৃজনশীলতাকে শক্তিশালী করা প্রয়োজন। আর এই সৃজনশীলতার মজবুত ভিত্তি তৈরি করতে পারে বই। বই পড়লে আমরা সভ্য, আলোকিত ও যুক্তিবাদী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। এটি অজ্ঞানতা দূর করে, জ্ঞানের আলো জ্বালিয়ে আমাদের জীবনকে উন্নত করে। বই পড়া কেবল নতুন কল্পনা ও স্বপ্নের দুয়ার খুলে দেয় না, এটি আমাদের যুক্তিবাদী করে তোলে। বইয়ের চরিত্র ও কাহিনীর সঙ্গে জীবনের মিল খুঁজে পেলে অভিজ্ঞতা সমৃদ্ধ হয়। এছাড়া, বই পড়ার মাধ্যমে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা বাড়ে এবং নিজ আচরণে উন্নতি আসে। বই আমাদের মানবতা, সভ্যতা ও মূল্যবোধের মতো গভীর বিষয়গুলোর সঙ্গে পরিচয় করায়। এটি মনুষ্যত্ব গঠনে রাখে অসামান্য ভূমিকা। তাই বইকে সময় দিন, বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন এবং আলোকিত জীবনের পথে এগিয়ে চলুন।

মো. সাকিব উদ্দিন
সরকারি তিতুমীর কলেজ

×