আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ
আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। প্রত্যেক দেশে যেমন রয়েছে নিজস্ব প্রকৃতি তেমনি আমাদের দেশেরও রয়েছে নিজস্ব সৌন্দর্য ও প্রকৃতি। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। প্রত্যেক ঋতুই নানান সৌন্দর্য নিয়ে আসে। মুগ্ধ করে রাখে গোটা দেশকে। ষড়ঋতু মধ্যে একটি ঋতু হলো শীতকাল। শীতের সকাল দেখতে প্রায় কম-বেশি সবার ভালো লাগে। শীতকাল মানে ভোরের ঘন কুয়াশা।
শীতকাল মানে ঘাসের ডগায় শিশিরথ আহা কি রোমাঞ্চকর দৃশ্য। বলাচলে শীতের প্রকৃতি অন্যরকম আমেজ তৈরি করে। কিন্তু অতিরিক্ত শৈত্যপ্রবাহের কারণে সাধারণ মানুষের কষ্ট হয়। হাড় কাঁপানো শীত নামার ফলে মানুষের জীবনে নানান রোগের উৎপত্তি ঘটে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জটিলতা দেখা দেয়। অতিরিক্ত শীতের কবল থেকে মুক্তি পায় না গৃহপালিত পশু ও পাখিরা। বিত্তবানরা শীতে বিলাসিতা করে থাকে কিন্তু অসহায় দুস্থ মানুষদের কাছে শীত হলো প্রকৃতির অভিশাপ।
শীতের কারণে দিন আনে দিন খাওয়া মানুষেরা কাজ করতে পারে না। শৈত্যপ্রবাহের কারণে কাজ বন্ধ থাকে। ফলশ্রুতিতে দুস্থ পরিবারের হাঁড়িতে ভাত থাকে না। অনেকের না খেয়ে থাকতে হয়। কেউ কেউ ভোগে ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত রোগে শহরের-গঞ্জের রাস্তার পাশে শীতবস্ত্রহীন শিশু-কিশোর এমনকি প্রবীণদেরও শুয়ে থাকতে দেখা যায়। প্রচ- শীতের মধ্যে তারা এভাবে দিন জাপন করছে। তাদের প্রতি কী আমাদের কোনো কর্তব্য নেই? অবশ্যই আছে! আসুন আমরা যত্নশীল হই।
সামাজিক সংগঠন গড়ে মানুষের পাশে দাঁড়াই। শীতবস্ত্র বিতরণ করি। আশপাশের মানুষেরা আমাদের প্রতিবেশী। আর প্রতিবেশীদের ভালো মন্দ দেখা আমাদের দায়িত্ব। মনে রাখবেন একার পক্ষে কোনো কাজ সম্ভব না। খনার বচনে রয়েছে ‘দশে মিলে করি কাজ/হারি জিতি নাহি লাজ’। সকলে এক্ষেত্রে আসুন মানবতার ফেরিওয়ালা হই।
হোসেনপুর, কিশোরগঞ্জ থেকে