‘চড়াই দম্পতি পাবে না বাড়িভাড়া’। আবার যদি হও সিঙ্গেল, তাহলেও বাড়িওয়ালার জ্বালা। একা যদি হও, চাকরিজীবী মহিলা, বাড়িওয়ালার সমস্যা। ভাড়াটিয়া যেন বাবুই পাখির ছানা।
নতুন বছর আসন্ন। নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গেই নিত্যদিনের প্রয়োজনীয় অনেক কিছু পরিবর্তন হবে। কিছু জিনিস যেমন হবে যোগ, বিয়োগ হবে অনেক কিছু। আমরা যারা ভাড়াটিয়া তারা যেন ছা-পোষা পাখির ছানা। আজ বটগাছের কোটরে, কাল তালগাছের মাথায়। ভাসমান এই জীবনে শান্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই। বর্তমান সময়ে যেমন রয়েছে মূল্যস্ফীতির চাপ, তেমনি সরকারি-বেসরকারি কোনো ক্ষেত্রেই বেতন বৃদ্ধির নেই কোনো নজির। তা বলে থেমে নেই বাড়িওয়ালা বাড়িভাড়া বাড়ানোর নিয়ম। তারা নিয়ম করে দফায় দফায় বাড়িভাড়া বাড়িয়েই চলেছে। তাতে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের আয় এবং ব্যয়ের সামঞ্জস্য রাখতে হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত।
আবার বেশিরভাগ ক্ষেত্রে ভাড়ার সঙ্গে তাল মিলিয়ে উঠতে না পারার কারণে ছাড়তে হচ্ছে বাড়ি। তাই বছরের শুরুতেই দেয়ালে, গাছের গায়ে, ছোট-খাটো টং দোকানের টিনে বাড়িভাড়ার বিজ্ঞপ্তি। বছরের শেষ হলেও জীবনে শুরু হয় নতুন মাত্রা, নতুন চিন্তা আর উদ্বেগ। নতুন বছরে নতুন সংসার নিয়ে যারা শুরু করব বলে ভাবছি। তাদের আনন্দে বালি ঢেলে দিচ্ছে বাড়িওয়ালার আকাশচুম্বী ভাড়া, অগ্রিম আর শর্তের তালিকা। আর তাই সংসারটা স্বপ্ন অবধি সীমাবদ্ধ। আবার বাড়িওয়ালার অহেতুক ভাড়া বাড়ানোর দরুন অনেক পরিবার বাসা ছাড়তে বাধ্য হচ্ছে। আমাদের দেশে ‘বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-খধংি ড়ভ ইধহমষধফবং’ রয়েছে। সেখানে আছে বাড়িভাড়া নিয়ন্ত্রণের জন্য সুষ্ঠু বিধান প্রণয়নের উদ্দেশ্য প্রণীত আইন। যার বেশিরভাগ নিয়ম-নীতিই বাড়িওয়ালা মেনে চলে না। বাড়িওয়ালাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনার উদারতায় একটি পরিবারের নতুন সূচনার উৎস হতে পারে। তাই বিড়ম্বনা নয়, হয়ে উঠুন মানবতার প্রতীক। একটা নির্দিষ্ট সময়ের আগে অহেতুক বাড়িভাড়া না বাড়ানোর অনুরোধ। আরও যোগ করছি নিরাপত্তার কথা। অনেক বাসা বাড়িতেই প্রয়োজনীয় নিরাপত্তার অভাব। যা বাড়িওয়ালার অবহেলার কারণেই সৃষ্টি হয়। তাছাড়া বাসাগুলোতে পর্যাপ্ত পানি, বিদ্যুৎ ও অন্যান্য সকল সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার ভাড়াটিয়ার আছে, যেটা ভুললে চলবে না। রাজধানীর যানজটের কথা আমাদের সকলের জানা। বাসার মেইন গেট খোলা ও বন্ধের ব্যাপারে আশা করি বাড়িওয়ালারা একটু হৃদয়বান হবেন। বাড়িওয়ালার একটু সাহায্যকারী মনোভাব ভাড়াটিয়ার জীবনে আমুল পরিবর্তন আনতে যথেষ্ট। মিলেমিশে যাক আমাদের সকলের আন্তরিকতা। শেষটা হোক হাসির, আনন্দের।
বাড়িভাড়া
শীর্ষ সংবাদ: