ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ঢাকার িদনরাত

মারুফ রায়হান

প্রকাশিত: ১৯:২৮, ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকার িদনরাত

বিয়ের ভেনুগুলোর এখন চূড়ান্ত ব্যবসার সময়। ডিসেম্বরে নতুন করে পাওয়ার সুযোগ নেই ঢাকার ছোটবড় কোনো ভেনুই। সবই কমপক্ষে দুই মাস আগে বুক করা। ভেনু না পেয়ে বাড়ির ছাদে বা আশপাশের খেলার মাঠে কিংবা কোনো সামাজিক যোগযোগস্থলে বিয়ের অনুষ্ঠান করতেও দেখা যাচ্ছে ঢাকায়।

বুয়েট শিক্ষার্থীর অপমৃত্যু

কাগজে সংবাদটি পড়ে প্রথমেই মনে হয়েছে আজকের ছাত্ররা গভীর রাতে বন্ধুবান্ধব নিয়ে ঘরের বাইরে আনন্দ করতে যায়; আবার অন্যদিকে কেউ কেউ নেশাগ্রস্ত অবস্থায় বাবার গাড়িও চালায়। এটিকে পাঠক কি বিচ্ছিন্ন চিত্র বলবেন সমাজের?
খবরে কী আছে পড়া যাক। ঢাকা থেকে মোটরসাইকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৩০০ ফুট সড়কে ঘুরতে গিয়েছিলেন তিন বন্ধু মোহতাসিম মাসুদ, মেহেদী হাসান খান ও অমিত সাহা। তিনজনই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী। রাতে ফেরার পথে বালু ব্রিজের যাত্রী ছাউনির সামনে পুলিশের তল্লাশি চৌকির (চেকপোস্ট) মুখে পড়েন তারা।এ সময় একটি বেপরোয়া গতির প্রাইভেটকার চেকপোস্ট ভেঙে মোটরসাইকেলে থাকা তিনজনকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে মোহতাসিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মেহেদী রাজধানীর স্কয়ার হাসপাতালে ও অমিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গত বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহতাসিম বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আহত মেহেদী ও অমিত তাঁর সহপাঠী। তারা বুয়েটের আহসানউল্লাহ হলে থাকেন। আর মোহতাসিম পরিবারের সঙ্গে রাজধানীর গ্রিন রোডের বাসায় থাকতেন। ভোরে দুর্ঘটনায় মোহতাসিমের মৃত্যুর খবর পান মা-বাবা। একমাত্র ছেলের মৃত্যু তারা মানতে পারছেন না।
সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন মোহতাসিমের বাবা। ঘটনায় জড়িত তিনজনকে ঘটনাস্থল থেকে আটকের পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তারা হলেনÑপ্রাইভেটকারের চালক মুবিন আল মামুন (২০), অন্য দুজনপ্রাইভেটকারে থাকা মিরাজুল করিম (২২) এবং আসিফ চৌধুরী। গ্রেপ্তার তিনজনই শিক্ষার্থী ও পরস্পর বন্ধু।পুলিশ জানিয়েছে, এদিন প্রাইভেটকারের চালকের আসনে ছিলেন মুবিন। দুর্ঘটনার পর পুলিশ তাঁর ড্রাইভিং লাইসেন্স পায়নি। গাড়িটির নিবন্ধন মুবিনের বাবা সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের নামে। প্রাইভেটকারে মদের একটি খালি বোতল ও এক ক্যান বিয়ার পাওয়া গেছে। গ্রেপ্তার তিনজন মদ্যপ ছিলেন কিনা– নিশ্চিত হতে দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ডোপ টেস্ট করা হয়। জেলা সিভিল সার্জন আ ফ ম মুশিউর রহমান জানান, প্রাইভেটকারের চালক মুবিনের শরীরে অ্যালকোহলের উপস্থিতি মিলেছে। আরোহীদের মধ্যে মিরাজুলের শরীরে অ্যালকোহল পাওয়া গেছে। অন্যজন আসিফের শরীরে অ্যালকোহল জাতীয় কিছু পাওয়া যায়নি।নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, পরীক্ষায় মুবিন ও মিরাজুলের ফল ‘পজিটিভ’ এসেছে। মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানায় যান বুয়েটের শতাধিক শিক্ষার্থী। থানার বাইরে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে রাজধানীর পলাশীর মোড়ে সংবাদ সম্মেলন করে ছয় দফা দাবি ঘোষণা করেন শিক্ষার্থীরা। দাবির মধ্যে রয়েছে– যে কোনো মূল্যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ; আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদীপক্ষকে বহন করতে হবে; নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্তক্ষতিপূরণ দিতে বিবাদীপক্ষকে বাধ্য করতে হবে; তদন্তকাজে বাধা দেওয়ার চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে; আহতদের স্বাভাবিক জীবনে ফেরানোর বিষয়ে বুয়েট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে; সড়ক দুর্ঘটনার কারণে যাতে আর কারও প্রাণ না ঝরে, সে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় আগেও দুর্ঘটনার শিকার হয়েছেন অনেক পথচারী। এর মধ্যে ২০২১ সালের নভেম্বরে মহাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার উড়াল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে দুমড়েমুচড়ে যায়। এতে ওই গাড়িতে থাকা ওমর আইয়ান ও ফাহমিদ আহমেদ রায়হান নামে দুই ছাত্র নিহত হন। আহত হন গাড়িচালক মহসিনসহ পাঁচজন। আহতদের মধ্যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ছোট ছেলে ইশরাক আহমেদ স্বাধীন ছিলেন। সে সময় পুলিশ জানিয়েছিল, তারা রাতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বেসামাল অবস্থায় ছিলেন। এর পর গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
২০১৮ সালের ১৯ জুন রাতে নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরী মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় মহাখালীতে সেলিম ব্যাপারী নামে একজনকে চাপা দেন। ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। এ ছাড়া ২০২৩ সালের এপ্রিলে মালিবাগ এলাকায় মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে রিকশা ও মোটরসাইকেলে ধাক্কা দেন এক যুবক। একই বছরের ১১ আগস্ট রাতে তেজগাঁও এলাকায় বেপরোয়া গতির প্রাইভেটকারের চাপায় একজন নিহত ও দু’জন আহত হন।
মদ খেয়ে গাড়ি চালানো শাস্তিযোগ্য অপরাধ। এটি বন্ধ না করা গেলে এজাতীয় দুর্ঘটনাও কমানো যাবে না।

জিনজিরায় কিশোরদের অ্যাকশন

দিনেদুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায়ঢুকে পড়া তিন ডাকাত শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে। ঘটনাটি চাঞ্চল্য জাগায়। কিশোর গ্যাং নিয়ে সমাজে শঙ্কা বিরাজ করছে, এটা সত্যি। ডাকাতিচেষ্টায় কিশোরদের সম্পৃক্ততা তাই জনমনে ভীতি জাগায়। সমাজের এমন অবক্ষয় দুশ্চিন্তারই বিষয়। এ ঘটনায়অবশ্য কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবারডাকাত দল ব্যাংকটিতে ঢুকে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের অভিযানের একপর্যায়ে আত্মসমর্পণ করেন তিন ডাকাত।
জনতার সহানুভূতি কাড়ার জন্য তিন ডাকাত ডাকাতির উদ্দেশ্য হিসেবে এক রোগীর চিকিৎসার টাকা সংগ্রহের কথা বলেছিল। পুলিশের রিমান্ডে এবং আসামিদের স্বীকারোক্তিতে আসল তথ্য বেরিয়ে আসে। তাদের ব্যাংক ডাকাতির মূল লক্ষ্য ছিল আইফোন কেনা।
র‌্যাব-১০ থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করেন তিন ডাকাত। সেই তিনজন আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা গেছে, বেলা দুইটার দিকে ব্যাংকে ডাকাত ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়ে। তখন এলাকাবাসী ওই এলাকায় জড়ো হতে থাকেন। একপর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়। এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে প্রথমে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। বিকেল চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।
ডাকাতির চেষ্টায় গ্রেপ্তার ৩ জন কিশোর গ্যাংয়ের সদস্য। ডাকাতিতে সফল হলে তাদের বড় গ্যাং তৈরির পরিকল্পনা ছিল। চুনকুটিয়ার রূপালী ব্যাংকে ডাকাতি করতে এক মাস আগেই পরিকল্পনা করেছিল তারা। শুক্রবার (২০ ডিসেম্বর) এসব তথ্য জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।ওসি বলেন, ‘কেরানীগঞ্জের কদমতলীর খালপাড়েফুটবল খেলতে গিয়ে পরিচয় হয় রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টা করা তিন ডাকাতের। ডাকাতিতে নেতৃত্ব দেওয়া লিয়ন মোল্লা ওরফে নিরবই এক মাস আগে আরাফাত ও সিফাতকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করে। একাধিকবার রেকি করে হানা দেয় ব্যাংকে।’
আসামি লিয়ন মোল্লা ওরফে নিরবের (২২) সাত দিনের রিমান্ড এবং দুই কিশোর আরাফাত (১৬) ও সিফাতের (১৬) স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত নিরবের তিন দিনের রিমান্ডের আদেশ দেন। বাকি দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড চলছে বলে জানায় আদালতসূত্র।

রাহাত ফতেহ আলীর কনসার্ট এবং কিছু প্রশ্ন

পাকিস্তানি শিল্পী নুসরাত ফতেহ আলী খানের প্রচুর ভক্ত দেশে। তাঁর ভাইয়ের ছেলে রাহাত ফতেহ আলী খানও জনপ্রিয়। শনিবার রাতে আর্মি স্টেডিয়ামে কনসার্ট করেন তিনি।  মঞ্চে উঠেই পরিষ্কার বাংলায় রাহাত ফতেহ আলী খান বলে ওঠেন, ‘আসসালামু আলাইকুম। বাংলাদেশ, আমি তোমাকে ভালোবাসি।’ আর্মি স্টেডিয়ামের অগণিত দর্শকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে গান ধরলেন, ‘তুনা জানে আস পাস হ্যায় খুদা’। এরপর একে একে গেয়ে শোনান ‘সাজনা তেরা বিনা’, ‘ওরে পিয়া’, ‘জরুরি থা’, ‘মেরে রাশকে কামার’, ‘আফরিন আফরিন’সহ তাঁর জনপ্রিয় গানগুলো।
‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টটি যৌথভাবে আয়োজন করেছিল স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্ম ও স্কাইট্র্যাকার লিমিটেড। আগেই ঘোষণা দেওয়া হয়েছে এই কনসার্ট থেকে সংগৃহীত অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে। রাহাত ফতেহ আলী খান ও তাঁর দল এ পরিবেশনার জন্যআলাদাভাবে কোনো পারিশ্রমিক নেয়নি। কনসার্টের টিকিট বিক্রি থেকে আয়োজক সংস্থাও কোনো অর্থ নেবে না বলে আগেই ঘোষণা দেয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফতেহের বিনা পারিশ্রমিকে গান গাওয়ার ভিন্ন মত উঠে এসেছে। আরজু আহমাদ ফেসবুকে লেখেন, ‘বছরখানিক আগে পাকিস্তান অবজার্ভারের এক খবরে পড়েছিলাম, রাহাত ফাতেহ আলী খান একটা শোতে আমেরিকায় নেন গড়পড়তা ৭০ হাজার ডলার। পাকিস্তানে প্রোগ্রাম করলে বাংলাদেশি টাকার হিসেবে কমবেশি ৩৫/৪০ লাখ টাকা। ঢাকায় বিপিএলের একটা অনুষ্ঠানে একদিন বিশ্রাম নিয়ে তিনি গাইবেন। সেখানে গান গেয়ে তিনি বাংলাদেশ থেকে নিচ্ছেন  প্রায় ৩ লাখ ডলার। বিসিবি তাকে দিচ্ছে এক্স্যাক্টলি  ৩ কোটি ৪০ লাখ টাকা। একদিনই পারফর্ম করবেন তিনি।ফলে ইকুয়েশনটা হচ্ছে, আজকের প্রোগ্রামে তিনি আসলে ফ্রিতে গাইছেন না। যে টাকাটা বিসিবি থেকে নিচ্ছেন সেটার সঙ্গেই মূলত আজকের প্রোগ্রামের খরচাটাও তিনি যোগ করে রেখেছেন। বিসিবি সভাপতি এও জানিয়েছেন, রাহাত ফাতেহ আলী খানের পেছনে মোট খরচা হবে পুরো ৪ কোটি টাকা।রাহাত খান অনেক বড়ো শিল্পী, কিন্তু এত বড় শিল্পী না যে, তাকে এক দিনে ৪ কোটি টাকায় ভাড়া করতে হয়। শহীদদের নামে একটা নিজস্ব আনন্দ উৎসবের আয়োজন তারা করলেন। শুধু বিপিএলে তাকে আনলে সমালোচনার সম্ভাবনা ছিল, সেটাও ঢেকে দেওয়া গেল।’

রাহাত ফতেহ আলী খানের কনসার্টে বিপুল দর্শক সমাগম হয়

শুভ বড়দিন

আগামীকাল শুভ বড়দিন। খ্রিস্টান বন্ধুদের বলি, মেরি ক্রিসমাস।
জেনে ভালো লাগল যে, বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন পাড়ায় বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং খাদ্য ও উপহারসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। খ্রিস্টধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে রবিবার ৯৭ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বড়দিনকে সামনে রেখে ২৫ ডিসেম্বর পর্যন্ত এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন  সেনা কর্মকর্তারা।

বড়দিন উপলক্ষে পাহাড়ি এলাকায় খাদ্য ও উপহারসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী

২২ ডিসেম্বর, ২০২৪
[email protected]

×