সামাজিক অস্থিরতা, অবক্ষয় ও নৈতিক স্খলনজনিত কারণে একটি জনপদে নানা ধরনের অপরাধ ঘটতে পারে। সম্প্রতি, রাজধানীর বুড়িগঙ্গা নদী তীরবর্তী কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়ায় রূপালী ব্যাংকে তরুণদের ব্যাংক ডাকাতির চেষ্টা আমাদের ভাবিয়ে তুলেছে। তিন ডাকাতের দুজনের বয়স ১৬ ও একজনের ২২ বছর। ডাকাতরা পুলিশকে বলেছে, তারা একজন কিডনি রোগীর চিকিৎসার জন্য ব্যাংক ডাকাতি করতে এসেছে। পৃথিবীর সকল জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের মাঝে একটি মানবিক সত্তা বিরাজমান। ডাকাতরাও তার ব্যতিক্রম নয়। যদি কিডনি রোগীকে সাহায্য করাই তাদের উদ্দেশ্য হয়, তবে বলতে হবে তাদের উদ্দেশ্য মহৎ, কিন্তু পদ্ধতি অসৎ। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে খতিয়ে দেখতে হবে তাদের উদ্দেশ্য সম্পর্কে। এর পেছনে কারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে। যদি কিডনি রোগীকে সাহায্য করাই তাদের উদ্দেশ্য হয়, তবে তাদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক শিশু সংশোধনাগার কেন্দ্রে পাঠিয়ে আত্মোন্নয়নমূলক কাউন্সেলিং-এর মাধ্যমে সমাজের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করা সহজ হবে।
পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টা ও বুদ্ধিমত্তায় মাত্র সাড়ে তিন ঘণ্টায় জিম্মিদশা থেকে মুক্তি পান ১৬ ব্যাংক কর্মকর্তা ও গ্রাহক। কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতি ও রক্তপাত ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সফলতাকে সাধুবাদ জানাতেই হয়। কেরানীগঞ্জের চুনকুটিয়া অত্যন্ত ঘনবসতিপূর্ণ আবাসিক ও ক্ষুদ্র পোশাক শিল্প এলাকা। রাজধানী লাগোয়া এই শিল্পাঞ্চল দেশের অভ্যন্তরীণ পোশাক চাহিদার একটি বড় অংশের যোগানদাতা। দেশের বড় বড় বাণিজ্যিক ব্যাংকের শাখা রয়েছে এখানে। ডকইয়ার্ডসহ মাঝারি ও ক্ষুদ্র শিল্পের ছড়াছড়ি। অধিকাংশ ক্ষেত্রেই নেই কোনো শৃঙ্খলা। শ্রমিক ও শিল্পের যথাযথ নিরাপত্তা ঢাকা মহানগরী সংলগ্ন অতি ঘনবসতীপূর্ণ এলাকা হিসেবে এর গুরুত্ব কোনো অংশেই কম নয়।
ব্যাংকে ডাকাত পড়েছে শুনে স্থানীয় জনসাধারণ ছুটে এসেছেন। প্রতিবেশীর বিপদ-আপদে এগিয়ে আসা বাংলাদেশের ঐতিহ্য। মানুষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতি আস্থা রেখেছেন। পৃথিবীর কোনো সমাজেই আগাম ঘোষণা দিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না। দেশের সকল নাগরিক ও শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তার পাশাপাশি ব্যাংক-বিমার নিরাপত্তার দিকে বিশেষ নজর দিতে হবে। মানুষের গোটা জীবনের সঞ্চয় থাকে ব্যাংকে। ব্যাংকগুলোর বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে হবে। সেবাখাতের কর্তাব্যক্তিদের আরও মানবিক ও জবাবদিহিমূলক হতে হবে। পুলিশ প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। যদিও জনগণ যখনই টের পেয়েছে ব্যাংকে ডাকাত ঢুকেছে, সঙ্গে সঙ্গে তারা ব্যাংকের কলাপসিবল গেটে তালা দিয়েছে। সাধারণ মানুষের এই দায়িত্বজ্ঞানই প্রমাণ করে যে, দেশটা আমাদের সবার।
কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতি
শীর্ষ সংবাদ: