ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

বাতিল পুলিশ ভেরিফিকেশন

প্রকাশিত: ১৯:৩৭, ১৯ ডিসেম্বর ২০২৪

বাতিল পুলিশ ভেরিফিকেশন

সরকারি চাকরিতে নিয়োগ ও পাসপোর্ট সংগ্রহে পুলিশ ভেরিফিকেশন প্রথা বাতিল হচ্ছে। বিষয়টি নাগরিক জীবনে স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে আশা করা যায়। বিশ্বায়নের কল্যাণে প্রযুক্তির চরম উৎকর্ষের যুগে তাবত দুনিয়ার বিশাল অংশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখন তৃতীয় িবেশ্বর এক উন্নয়নশীল দেশ বাংলাদেশের নাগরিক সমাজের গলার কাঁটা হয়ে আছে ‘পুলিশ ভেরিফিকেশন’ নামের ধারাটি।
সাম্প্রতিককালে রাজনৈতিক পটপরিবর্তন উত্তর অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, সরকারি চাকরিতে নিয়োগে পুলিশ ভেরিফিকেশন বাতিল করা হচ্ছে। উপসচিব থেকে তদূর্ধ্ব পদে আমলাদের পদোন্নতির ক্ষেত্রে সরকারি কর্মকমিশন (পিএসসি)-এর মাধ্যমে পরীক্ষা নিশ্চিত করা হবে। বিভাগীয় পরীক্ষা ছাড়া কোনো ধরনের পদোন্নতি নয়। স্বাস্থ্যসেবা ও শিক্ষকদের মর্যাদা বিবেচনা করে ক্যাডারমুক্ত করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। যা দেশের নাগরিক সমাজ ও মেধাবী আমলাদের জন্য এক আশার আলো। আমলাতান্ত্রিক জটিলতায় মানুষের জীবনের গতিপথ যেন শ্লথ না হয়। রাষ্ট্র ও  রাষ্ট্রের  যাবতীয় ব্যবস্থাপনাই গণমানুষের কল্যাণের জন্য, হয়রানির জন্য নয়।
প্রশাসনে যারাই থাকবেন যথাযথ মেধার পরীক্ষার মাধ্যমেই তাদের পদোন্নতি হবে- এমনটিই দেশবাসীর আকাঙ্ক্ষা। ইতিহাস থেকে জানা যায়, স্বাধীনতার পর গত ৫৩ বছরে ২৩টি সংস্কার কমিশন হয়েছে। কিন্তু কমিশনগুলো খুব কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। একজন উপসচিব, যুগ্মসচিব, কিংবা জেলা প্রশাসক তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যে আচরণ করেন তাতে মনে হয় তারা পাবলিক সার্ভেন্ট নয়, তারা সার্ভেন্ট অব ব্যুরোক্র্যাট (আমলাদের দাস)। দেশের জনবান্ধব গতিশীল প্রশাসন বিনির্মাণে সংস্কার কমিশনকে প্রখর দূরদৃষ্টি, প্রজ্ঞাপূর্ণ ও জবাবদিহিতে সমৃদ্ধ হতে হবে।
বাংলাদেশ পুলিশের অন্যতম সেবা হলো পুলিশ ভেরিফিকেশন কিংবা পুলিশ ক্লিয়ারেন্স। গত দেড় দশকে পুলিশ বাহিনীর এক  শ্রেণির সদস্যের  নানা অপকর্মে যুক্ত হওয়ার ফলে এ নিয়ে জনমনে রয়েছে নানাবিধ প্রশ্ন। সাধারণত চাকরি, পাসপোর্ট, লাইসেন্স আবেদনকারীর জন্য এই প্রক্রিয়া অনুসরণ করা হয়। এখানে অনেক শর্ত রয়েছে। নানাবিধ শর্তের জালে নাগরিকদের জীবন হয় দুর্বিষহ। সঙ্গে রয়েছে পুলিশের উৎকোচ দাবির অভিযোগ। ৈবিশ্বক মন্দার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ও আর্থ-সামাজিক বাস্তবতায় পুলিশ ভেরিফিকেশন বাতিল করা এবং প্রশাসনে মেধা ও পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট স্তরের আমলাদের পদোন্নতির বিষয়টি সাধুবাদ পাওয়ার যোগ্য। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই।

×