ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রাহায়ণ ১৪৩১

শহীদ বুদ্ধিজীবী দিবস

প্রকাশিত: ১৯:৪৫, ১৩ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৯:৪৬, ১৩ ডিসেম্বর ২০২৪

শহীদ বুদ্ধিজীবী দিবস

আজ শোকাবহ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জাতি আজ স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের, যাদের হারিয়েছে স্বাধীনতা সংগ্রামের সূচনালগ্ন থেকে শুরু করে চূড়ান্ত বিজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত। একই সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছে শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্বজনদের প্রতি, যারা দীর্ঘ ৫৩ বছর ধরে বয়ে চলেছেন আপনজনকে নির্মমভাবে হারানোর মর্মন্তুদ বেদনা ও কষ্ট। এই হত্যাযজ্ঞের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দালালরা চেয়েছিল বাঙালি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনা যাতে এদেশে যথাযথভাবে বিকশিত না হয়। যুদ্ধের শুরু থেকেই হানাদার বাহিনী যে নৃশংস হত্যাযজ্ঞের সূচনা করেছিল, শেষদিকে এসে পরাজয়ের আগ মুহূর্তে তা রূপ নেয় দেশের শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিত হত্যাকাণ্ডে। হানাদাররা তাদের এদেশীয় দোসর আলবদর, আলশামস ও রাজাকারদের সহযোগিতায় বেছে বেছে হত্যা করেছিল শিক্ষক, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও চিকিৎসকদের। পরাজয় নিশ্চিত জেনে তারা চেয়েছিল স্বাধীনতার পথে এগিয়ে যাওয়া দেশটিকে মেধায়-মননে পঙ্গু করতে। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া এদেশেরই কিছু কুলাঙ্গার বাড়ি বাড়ি গিয়ে বুদ্ধিজীবীদের ধরে এনে তুলে দিয়েছে পাকিস্তানি ঘাতক বাহিনীর হাতে। কোনো কোনো ক্ষেত্রে নিজেরাই হত্যাযজ্ঞ সম্পন্ন করেছে।
শহীদ বুদ্ধিজীবীদের হত্যার বিচারের দাবি ওঠে স্বাধীনতার পরপরই। পরে একাত্তরে যারা হত্যাযজ্ঞ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনে জড়িত ছিল, তাদের বিচার সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে। বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলোর মধ্যে ঘৃণ্যতম। এসব হত্যাযজ্ঞে যারা নেতৃত্ব দিয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল, তাদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন সম্ভব।
বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের অপতৎপরতা ও অপকর্ম আজও শেষ হয়নি। স্বাধীনতাবিরোধীরা নানা অপতৎপরতা এখনো চালিয়ে যাচ্ছে দেশে ও বিদেশে। বিজয়ের মাসে সমগ্র দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ হয়ে বজ্রশপথ নিতে হবেÑ যে কোনো মূল্যে রুখে দিতে হবে দেশবিরোধীদের, অপতৎপরতাকারীদের। উপড়ে ফেলতে হবে তাদের হিংস্র বিষদাঁত। তা না হলে একাত্তরের মহান শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মা শান্তি পাবে না কোনোদিন।

মোহাম্মদ আলী

×