ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

স্বেচ্ছাসেবকদের প্রতি শ্রদ্ধা

বিশ্বরূপ চন্দ্র বিশ্বাস

প্রকাশিত: ২০:২৩, ৬ ডিসেম্বর ২০২৪

স্বেচ্ছাসেবকদের প্রতি শ্রদ্ধা

সারা বিশ্বে মানবতার বিভিন্ন সঙ্কট সময়ে সামাজিক, মানবিক, অর্থনৈতিক যেকোন প্রয়োজনে আত্মত্যাগী মানুষদের নিয়ে সংগঠিত সংগঠনগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদের এই আত্মত্যাগ নিরলস পরিশ্রমকে সম্মান প্রদানের মাধ্যমে মানুষকে স্বেচ্ছাসেবামূলক কাজে আরও উদ্যোগী করে তুলতে ১৮৮৫ সাল থেকে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ৫ই ডিসেম্বরকে প্রিতিটি দেশে বাধ্যতামূলকভাবে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হিসেবে পালন করা হয় এই দিবসটি আইভিডি নামে পরিচিত যা ইউএনভি দ্বারা চিহ্নিত সমর্থিত

স্বেচ্ছাসেবকরা তাদের জীবনের মূল্যবান সময় ব্যয় করে মানুষ প্রকৃতির প্রয়োজনে পাশে এসে দাঁড়ায় এর বিনিময়ে সমাজের কাছে তাদের কোন চাওয়া - পাওয়া নেই আমরা সাধারণ মানুষ তাঁদের এই মহান আত্মত্যাগের ঋণ কখনো শোধ করতে পারব নাএই দিবসটি উদযাপনের মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা পোষণ করে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যে সকল ক্ষেত্রে রাষ্ট্র সরকার মানুষকে সেবা দিতে ব্যর্থ হয় যদি স্বেচ্ছাসেবক সংগঠনগুলো না থাকে তাহলে সমাজ কোনভাবেই এগিয়ে যেতে পারবে না এই সংগঠনগুলো মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিতের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, আবহাওয়া জলবায়ু,পরিবেশ সুরক্ষা প্রভৃতি নিয়ে কাজ করে এছাড়াও রাষ্ট্র সরকারের বিভিন্ন ভুল পদক্ষেপ ধরিয়ে দিয়ে সরকার মানুষকে সাথে নিয়ে মানবতার কল্যাণে কাজ করে থাকে গত ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসটি পালনের মাধ্যমে সেই সকল মহান হৃদয়ের ব্যক্তিত্বকে সম্মান প্রদর্শন করতে পেরে আমরাও গর্ববোধ করি

শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিঙ্গান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

×