বাঙালির সময়জ্ঞান কতটুকু? সময়ের কাজ সময়ে শেষ না করলে বিড়ম্বনায় পড়তে হয়, নানা ক্ষতি হয়ে যায়Ñ এটা ক’জন মানেন? কেউ আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখেন, কেউ সময় মতো গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে থাকেন উদাসীন।
এ দেশে রেল বা দূরপাল্লার বাস সময় মতো ছাড়ে না, বহু কার্যালয়ে বস বা কর্মী যথাসময়ে আসেন না। সময়ের চেয়ে পিছিয়ে থাকলে যে জীবনটাও পিছিয়ে যায়Ñ এ কথা বাঙালিকে কে বোঝাবে!
এসবই উঠে আসুক আপনাদের লেখায়।
৯ ডিসেম্বর সোমবারের মধ্যে ৪০০ শব্দের ভেতর লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আপনার সম্পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর লিখতে ভুলবেন না; ই-মেইলেও লেখা পাঠাতে পারেন।
সমাজ ভাবনা
দৈনিক জনকণ্ঠ
জনকণ্ঠ ভবন,২৪/এ রাসেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন, ঢাকা।
ই-মেইল: [email protected]
এসআর