ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই

নুসরাত জাহান আয়েশা

প্রকাশিত: ২১:২১, ২ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই

বর্তমানে দেশে যে সমস্যাটি প্রবল আকার ধারণ করেছে তা হলো ডেঙ্গু সংক্রমণ শীত চলে এলেও কমছে না ডেঙ্গুর প্রকোপ স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান মতে, গত নভেম্বর মাসেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৭৩ জনের চলতি বছরে এখন পর্যন্ত মাসের সর্বোচ্চ মৃত্যু এটি

অতীতে সাধারণত সেপ্টেম্বর - অক্টোবর মাস থেকে ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করলেও বর্তমানে ধারা এখনো অব্যহত আছে ২০২২ সাল থেকে ডেঙ্গু সংক্রমণের মৌসুম পরিবর্তিত হয়ে আসছে এর পেছনে রয়েছে নানাবিধ কারণ তার মধ্যে অন্যতম - বৃষ্টির ধরণ পরিবর্তন অপেক্ষাকৃত উষ্ণ তাপমাত্রা গবেষণায় দেখা গেছে, বর্তমানে ১৯ শতাংশ ডেঙ্গু হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে ঘটা বৈশ্বিক উষ্ণায়নের কারণে যুক্তরাষ্ট্রেরস্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সংক্রামক রোগ বিশেষজ্ঞ . এরিন মরডেকাই বলেছেন, এশিয়া আমেরিকার ২১টি দেশের ডেঙ্গুর প্রকোপ জলবায়ুর ওঠানামার নানা তথ্য তারা খতিয়ে দেখেছেন এবং সেখানেক্রমাগত তাপমাত্রা সংক্রমণ বেড়ে যাওয়ার মধ্যে স্পষ্ট সরাসরি সম্পর্ক রয়েছে

ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায় আগে আমরা জানতাম এডিস মশা পরিষ্কার স্বচ্ছ পানিতে হয় কিন্তু এখন দেখা যাচ্ছে নোংরা পানিতেও মশা ডিম পাড়ে আগে ধারণা করা হতো মশা দিনের বেলা কামড়ায় কিন্তু এখন দেখা যাচ্ছে মশা দিন রাত উভয় সময়ই কামড়াচ্ছে আগে বর্ষাকালে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি থাকত কিন্তু এখন প্রায় সারা বছরই ডেঙ্গুর প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে রোগের লক্ষণেও কিছু পরিবর্তন এসেছেচিকিসকদের মতে, বর্তমান ডেঙ্গুতে তীব্র জ্বর, মাথাব্যথা বমির ² দেখা যাচ্ছে না এখন ডেঙ্গু হলেই হার্ট, কিডনি ব্রেইন আক্রান্ত হচ্ছে ডেঙ্গুর নতুন ²ণগুলোর সাথে অধিকাংশ মানুষই পরিচিত নয় যার কারণে ডেঙ্গুতে মৃত্যুসংখ্যা বেড়েই চলেছে তাই জ্বর হলেই ঘরে বসে না থেকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডেঙ্গু জ্বরের পরীক্ষা করাতে হবে আক্রান্ত ব্যক্তিকে বেশি বেশি তরল খাবার যেমন- স্যালাইন, ডাবের পানি, ফলের রস, লেবুর সরবত ইত্যাদি খাওয়াতে হবে জ্বর ভালো হওয়ার পরও ডেঙ্গুজনিত নানা জটিলতা দেখা দিতে পারে তাই সর্বদা সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে

ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হলো এডিস মশা নিয়ন্ত্রণ এর জন্য সর্বপ্রথম প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি কারণ, এডিস মশার পত্তিস্থল হলো আমাদের বাড়ির ভেতর, বাহির, ছাদ এবং বিভিন্ন জায়গায় জমে থাকা পানি তাই আমাদের উচিত আমাদের বাড়ির আঙিনা সবসময় পরিষ্কার রাখা বাড়ির আনাচে-কানাচে জমে থাকা অপ্রয়োজনীয় পাত্রসমূহ ডাস্টবিনে ফেলে দেওয়া ব্যবহারযোগ্য পাত্র যেমন- ফুলের টব, ড্রাম, বালতি, এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটরের নিচের পানি ভর্তি পাত্রে যেন কোনোভাবেই একনাগারে পাঁচ দিনের বেশি পানি জমে না থাকে মূলত এডিস মশা নিয়ন্ত্রণের জন্য সকল নাগরিকের সক্রিয় অংশগ্রহণ একান্ত জরুরী

 

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে