ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

পশুরও অধম!

প্রকাশিত: ১৯:২১, ২৪ নভেম্বর ২০২৪

পশুরও অধম!

ঢাকার জনবহুল আবাসিক কলোনি জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কিছুসংখ্যক কুকুর ও বিড়াল হত্যার ঘটনা ঘটেছে। এটি একদিকে যেমন পশুরও অধম কতিপয় নিষ্ঠুর মানুষের পরিচয় সমাজে তুলে ধরেছে, তেমনি আবার পশুপ্রেমী বহু মানুষের প্রতিবাদের বিষয়টিও উচ্চকিত হয়ে উঠেছে। ওই প্রাণিহত্যার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে। শুক্রবার অল্পসময়ের ব্যবধানে সাতটি কুকুর ও একটি বিড়ালের মৃত্যুর অভিযোগের পর গভীর রাত পর্যন্ত সেখানে বিক্ষোভের জের হিসেবে পরদিন শনিবার জাপান গার্ডেন সিটির প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। শুধু বের হওয়ার মূল গেট খোলা রেখে যাওয়া আসার ব্যবস্থা করা হয়। বিষয়টি এতটাই আলোচিত হয়েছে যে, ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ শনিবার দুপুরে জাপান গার্ডেন সিটিতে লোক পাঠায়। তারা ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নেতাদের পাশাপাশি প্রাণিপ্রেমীদের সঙ্গেও কথা বলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আদাবর থানায় পিপল ফর এ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়স্পর্শী পোস্ট দিয়ে প্রতিবাদ জানিয়েছেন কজন জনপ্রিয় অভিনেত্রী, করপোরেট ব্যক্তিত্বসহ লেখক-শিল্পী।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে জাপান গার্ডেন সিটিতে দুই পক্ষের মধ্যে বেশ উত্তেজনা হয়েছিল। রাত ২টা পর্যন্ত চলা এ উত্তেজনা থামাতে পুলিশ গিয়ে তাদের সঙ্গে কথা বলে। শনিবার বিকেল ৪টার দিকে জাপান গার্ডেন সিটির প্রধান ফটকে অবস্থান নেয় ‘অভয়ারণ্য বাংলাদেশ প্রাণী কল্যাণ ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এ সময় জাপান গার্ডেন সিটি থেকে কেউ ঢুকতে বা বের হতে পারেননি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, দুপক্ষের সঙ্গেই আমাদের কথা হয়েছে। এসব কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যমান আইনানুযায়ী কুকুর নিধন করা যায় না জানিয়ে তিনি বলেন, তবে সিটি করপোরেশন ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারে।
উল্লেখ্য, অনেকদিন ধরে জাপান গার্ডেন সিটিতে বসবাসকারী কয়েকজন ‘জেজিজি লাইফ সেফটি’ নামের ব্যানার ব্যবহার করে বেওয়ারিশ কুকুর নিধনের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিল। জাপান গার্ডেন সিটির ভেতরে এ সংক্রান্ত কিছু ব্যানার-ফেস্টুনও পাওয়া গেছে। সেসব ব্যানারে পশুপ্রেমীদের কটাক্ষ করা হয়েছে। প্রাণিপ্রেমীরা জাপান গার্ডেন সিটির প্রাণিহত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন। আইনি পদক্ষেপের কথাও জানিয়েছে পিপল ফর এ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্তৃপক্ষ। ইতোমধ্যে এ সংগঠনের পক্ষে আদাবর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ভ্যাকসিন দেওয়ার সুযোগ এড়িয়ে কুকুর নিধন দণ্ডনীয় অপরাধ। আমরা আশা করব, জাপান গার্ডেন সিটির প্রাণী হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে। দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হলেই রাজধানীতে এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটাতে আর কেউ দুঃসাহস দেখাবে না বলেই প্রত্যাশা।

×