দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। নাভিশ^াস হওয়ার উপক্রম। যাপিত জীবনের নিত্য ব্যবহার্য পণ্য গ্রাহকের নাগালের বাইরে। রাজধানী ঢাকা উচ্চ, মধ্যম আর নিম্নবিত্ত মানুষের ভিড়ে এক জনাকীর্ণ নগর। নগর সভ্যতার হরেক আকর্ষণীয় উপাদান চোখের সামনে হাজির থাকে। পাশাপাশি কত বিপন্নতা যে চারপাশ আবৃত করে দেয়, তাও এক দুঃসহ পালাক্রম। ছিন্নমূল মানুষের সংখ্যাও অভিজাত এই নগরীতে কম নেই। এমন সব পথের মানুষের ঠিক ঠিকানায় হরেক বিপত্তি বিরাজমান। তেমন অসময়ে কিশোরী, যুবতী নারীদের জীবনের পালাক্রমও স্বস্তিকর আর নির্বিঘ্ন থাকে না। প্রাপ্তবয়স্ক নারীর প্রতি মাসের ঋতুস্রাবে নিয়মিত এক শারীরিক স্বাভাবিকতা। নারীর এই মাসিক যদিও মাতৃশৌর্যের এক সযত্নে অপার মহিমান্বিত শক্তি। যা মাতৃত্বের দৃপ্ত প্রকার কিরণে সযত্নে, গৌরবে নারী দেহে প্রচ্ছন্ন থাকে, সেটাও মাঝে মধ্যে অসহনীয় পরিস্থিতি তৈরি করে। কারণ, মাসিক ঋতুস্রাব সামলাতে পরিচ্ছন্ন শুকনা পাতলা কাপড় কিংবা আরও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন অপরিহার্য। দেশের সিংহভাগ মানুষ বাস করে গ্রামগঞ্জে। সেখানে আধুনিকতার নিত্যনতুন সরঞ্জাম সেভাবে অবারিত না থাকাও সময়ের বিপর্যস্ততা। একে তো নিম্নবিত্তের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা অপেক্ষাকৃত কম। তারপরও আধুনিক স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি স্যানিটারি ন্যাপকিনের চাহিদা ব্যাপক এবং স্বল্পবিত্তের নারীদের কেনারও সুযোগ থাকে না। তেমন প্রয়োজনীয় ন্যাপকিনের ওপরও পড়েছে মূল্যবৃদ্ধির অত্যধিক চাপ। তা সইতে হচ্ছে স্বল্প আয়ের কিশোরী যুবতীদের। সেখানে প্রাসঙ্গিক আরও প্রশ্ন উঠে আসছে। আশঙ্কা করা হচ্ছে ঝুঁকির মুখে কিশোরী ও নারীর প্রজনন স্বাস্থ্য। সহজ, স্বাভাবিক আর স্বাস্থ্যসম্মত উপায়ে ঋতুস্রাব সামলানোও এক অনিবার্য দায়বদ্ধতা। সেখানে মানসম্মত স্যানিটারি ন্যাপকিনই সবার আগে জরুরি। নারীর প্রজনন স্বাস্থ্যে এমন জরুরি ন্যাপকিনে সরকারি-বেসরকারি কোনো সাহায্য সহযোগিতা দৃশ্যমানই নয়। তার ওপর রাস্তায় বসবাস করা কিশোরীরা শুধু প্যাড কেন পরিষ্কার নরম কাপড় ব্যবহারেও খুব বেশি সুযোগ পায়ই না। সবই যেন তাদের হাতের নাগালের বাইরে। প্রজনন স্বাস্থ্যের প্রতি এমন গাফিলতি আগামীর প্রজন্মের মাতৃজঠরে ভ্রƒণ থেকে বিকশিত হওয়া সবই যেন এক অসহনীয় পরিবেশ পরিস্থিতি। সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও নিজেদের বাজেট সামলিয়ে বাজার দর নির্ধারণ করাও উদ্ভূত সমস্যার যৌক্তিক সমাধান। এ ছাড়া তাদেরও কোনো গত্যন্তর থাকে না। দিন দিন ওষুধের দাম বাড়ছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নারী স্বাস্থ্যের প্রয়োজনীয় উপকরণ স্যানিটারি ন্যাপকিনের দাম। ফলে, বিপত্তির শিকার হচ্ছে নিম্ন আয়ের কিশোরীরা, যাদের পরিবার দিন আনে দিন খায়। শুধু কি তা-ই? নুন আনতে যাদের পান্তা ফুরানোর দুরবস্থা। এমন দুর্বিপাক শুধু রাজধানী নয়, সারা বাংলাদেশের পথকিশোরী থেকে ছিন্নমূল নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এমনকি উচ্চবিত্তেও মূল্যের প্রভাব প্রতিপত্তি সংশ্লিষ্টদের কাছে চরম বিপন্নতা। সেখানে কোনো পরিবারে যদি ২/৩ জন নারী থাকেন, যাদের প্রতিমাসেই এই প্যাড কিনতে হয়, তাদের অবস্থা আরও সঙ্গিন।