ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে বাংলাদেশ। সাফ শিরোপা ধরে রেখেছেন লাল-সবুজের অদম্য মেয়েরা, দেশের ফুটবলে যা নতুন ইতিহাস। বড় কোনো শিরোপা জিতে সেটি ধরে রাখার কীর্তি ছেলেরা দেখাতে পারেনি। দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক নারী ফুটবলে এখন বাংলাদেশেরই একচ্ছত্র আধিপত্য। মেয়েদের ফুটবলে গত বছর অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের অনুর্ধ ১৮ দল। এর আগে চার জাতি কিশোরী ফুটবলেও (অনুর্ধ ১৫) অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল মেয়েরা। দেখা যাচ্ছে ফুটবলে মেয়েদের হাত ধরেই দেশ পেয়েছে আন্তর্জাতিক ট্রফি। আগামীতে সঠিক পরিচর্যা পেলে ফুটবলে মেয়েরা আরও বড় সম্মান বয়ে আনতে পারে দেশের জন্যে।
এসবই উঠে আসুক আপনাদের লেখায়।
১৮ নভেম্বর সোমবারের মধ্যে ৪০০ শব্দের ভেতর লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আপনার সম্পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর লিখতে ভুলবেন না; ই-মেইলেও লেখা পাঠাতে পারেন।
সমাজ ভাবনা
দৈনিক জনকণ্ঠ
জনকণ্ঠ ভবন,২৪/এ রাসেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন, ঢাকা।
ই-মেইল:[email protected]
রাজু