ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

নিপসমের সুবর্ণজয়ন্তী

প্রকাশিত: ২০:৪৯, ১০ নভেম্বর ২০২৪

নিপসমের সুবর্ণজয়ন্তী

.

জাতীয় প্রতিষেধক সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান নিপসম সম্পর্কে সম্ভবত খুব বেশি কিছু জানেন না অনেকেই। বাস্তবে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত নিপসম গত ৫০ বছরে দেশের জনস্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ গবেষণার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নীরবে নিভৃতে কাজ করে চলেছে। মনে রাখতে হবে যে, কোনো একটি দেশের জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যে অসমতা দূর করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা দেশের উন্নয়ন-অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখতে সমর্থ সক্ষম হয়। এর বাইরে সংক্রামক-অসংক্রামক রোগ-ব্যাধি নিয়ে নিরন্তর গবেষণা এবং পরিবেশগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাও প্রয়োজন। প্রতিষ্ঠার সময় মাত্র দুটি স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স নিয়ে যাত্রা শুরু করলেও নিপসমে বর্তমানে ২২টি একাডেমিক বিভাগ এবং আধুনিক ল্যাবরেটরির সুযোগ-সুবিধা বিদ্যমান। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ অভিজ্ঞ আন্তর্জাতিক মানের জনস্বাস্থ্যবিদ তৈরির পাশাপাশি গবেষণা কাজের জন্য এটিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সময়ের দাবি হয়ে উঠেছে। 

নিপসমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা সম্ভব হলে দেশ-বিদেশে স্বাস্থ্য দাতব্য সংস্থাগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক কার্যক্রমের পরিধি আরও বাড়ানো এবং গবেষক তৈরি করা হয়ে উঠবে সহজসাধ্য। উল্লেখ্য, নিপসম গত পাঁচ দশকে দেশে কয়েক হাজার জনস্বাস্থ্য পেশাজীবী গড়ে তুলেছে, যারা দেশে-বিদেশে জনস্বাস্থ্য সুরক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখতে পারছেন। স্বীকার করতে হবে যে, দেশের নাগরিকদের সুস্বাস্থ্য অর্জন এবং সুরক্ষায় জনস্বাস্থ্য একটি মৌলিক বিষয়। বর্তমানে দেশে বড় একটি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তৈরির কাজ করছে নিপসম। তবে এর গুণগতমান আরও বাড়ানোর বিকল্প নেই। সেক্ষেত্রে নিপসমকে জনস্বাস্থ্যবিষয়ক গবেষণাকে প্রাধান্য দিয়ে উন্নীত করতে হবে আন্তর্জাতিক মানে।

বর্তমানে দেশে বিশেষ করে তৃণমূল পর্যায়ে জনস্বাস্থ্যের বিষয়টি অনেকটা উপেক্ষিত অবহেলিত। ক্ষেত্রে পর্যাপ্ত সুসম খাদ্য প্রাপ্তি এবং অপুষ্টির বিষয়টি সুবিদিত। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন সংক্রামক অসংক্রামক রোগব্যাধির উপদ্রব। নিয়মিত স্বাস্থ্য সুরক্ষা পরিচর্যায় জাতীয় পর্যায়ে মাথাপিছু বরাদ্দও অনেক কম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিছু ডাক্তার-নার্স থাকলেও তা পর্যাপ্ত নয়। প্রাথমিক স্বাস্থ্যসেবা পরিচর্যায় দেশব্যাপী বিস্তৃত কমিউনিটি ক্লিনিকেও স্বাস্থ্যসেবা পর্যাপ্ত মানসম্মত এমন বলা যাবে না। এমতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে জুনিয়র পাবলিক হেলথ কনসালটেন্টের পদ সৃষ্টি করা যেতে পারে। মোট কথা, দেশের সার্বিক জনস্বাস্থ্য বিবেচনায় শিক্ষা প্রশিক্ষণকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। এর জন্য নিপসমের সক্ষমতা কার্যপরিধি আরও সম্প্রসারিত করা এখন সময়ের চাহিদা পূরণের জন্য অপরিহার্য হয়ে পড়েছে।

×