.
আধুনিক নগর ব্যবস্থাপনায় নগরবাসীর যাতায়াত একটি বড় বিষয়। সেক্ষেত্রে গণপরিবহনকেই প্রাধান্য দেওয়া হয়, ব্যক্তিগত পরিবহনকে নয়। যে কোনো উন্নত দেশের দিকে তাকালেই আমরা দেখতে পাই, সেখানকার প্রধান সব শহরেই গণপরিবহন ব্যবস্থা যথেষ্ট সংহত ও সুবিন্যস্ত। একজন নাগরিক, যিনি ব্যক্তিগত গাড়ির মালিক নন, তিনিও খুব সহজেই স্বল্প সময়ের ভেতর গণপরিবহনের মাধ্যমে তার গন্তব্যে পৌঁছতে পারেন। এক্ষেত্রে মেট্রোরেল খুবই কার্যকর একটি ব্যবস্থা হিসেবে বিশ^ব্যাপী স্বীকৃত। বাংলাদেশের রাজধানী ঢাকায় এমন গণপরিবহন সীমিত আকারে কিছুকাল হলো প্রবেশ করেছে। প্রসঙ্গত, টিওডি বা ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট হলো এক ধরনের নগর উন্নয়ন, যেখানে পাবলিক ট্রানজিট বা (মেট্রো) স্টেশনকে কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। কেন্দ্রের চারপাশে মিশ্র জমির ব্যবহার বিকশিত করে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হয়। স্টেশনকেন্দ্রিক সমন্বিত পরিকল্পনা, যার মাধ্যমে স্টেশন এলাকায় নগরবাসীর দৈনন্দিন কার্যক্রম, ভবন, যানবাহন ও অবকাঠামো এবং জনপরিসর বা পাবলিক স্পেস প্রভৃতির সমন্বয় সাধন করা হয়। যেন অধিক সংখ্যক মানুষের গণপরিবহন ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব টেকসই নগরায়ণ নিশ্চিত করা সম্ভব হয়। সহজ হাঁটার পথ, সাইকেল লেন এবং গণপরিবহনের মধ্যে সংযোগ সাধন এবং শহরের বাকি স্থানের সঙ্গে সমন্বয় করা এর অন্যতম উদ্দেশ্য।
গত বৃহস্পতিবার জাইকার কারিগরি সহায়তায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের বাস্তবায়নাধীন এ সংক্রান্ত প্রকল্পের ৩য় সেমিনার ঢাকার শেরে বাংলানগরে ‘চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’ অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, আমাদের বিশ্বস্ত উন্নয়ন অংশীদারদের মধ্যে অন্যতম একটি, ঔওঈঅ। আমাদের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম পুনর্নির্মাণ এবং টিওডি প্রকল্পের মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত জমি ও পরিবহন সমস্যাকে সংযুক্ত করতে এগিয়ে এসেছে। ব্যক্তিগত যানবাহনের পরিমাণ কমিয়ে পাবলিক ট্রানজিটের বহুল ব্যবহার প্রচলনের পাশাপাশি হাঁটা, সাইকেল চালানোর মতো টেকসই ভ্রমণের অভ্যাস গড়ে তুলতে এমআরটি লাইন ৬ বরাবর টিওডি পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট ধারণাটি বাংলাদেশে নতুন হলেও, এটি শহরের পরিকল্পিত উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথচারী ও পরিবেশবান্ধব মিশ্র ব্যবহারের পাশাপাশি উচ্চ জনঘনত্ব টিওডি এলাকার অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশে টিওডি ধারণার সঠিক বাস্তবায়ন শহরের পরিবহন ব্যবস্থা ও জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতিকেও গতিশীল করবে। এমআরটি স্টেশনকেন্দ্রিক উন্নয়ন এলাকায় বাণিজ্যিক, আবাসিক ও অবসরকালীন স্থাপনার সমন্বয়ে জীবনযাত্রা আরও সহজ ও নিরাপদ হবে। টিওডি নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ঢাকাকে একটি বাসযোগ্য ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার নতুন সম্ভাবনা তৈরি হবে। এর ফলে শুধু যানজট নিরসন নয়, বরং পরিবেশবান্ধব এবং জনবান্ধব অবকাঠামো তৈরি করে একটি টেকসই নগরায়ণের পথ সুগম হবে, যা ভবিষ্যতে দেশের অন্যান্য মহানগরীতেও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারে। পরিকল্পনাটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হবে বলেই প্রত্যাশা।