অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী
এবার পরীক্ষার ফলাফলে আনন্দ উদযাপন নিয়ে মন্তব্য করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
মি. চৌধুরী বলেন,“পৃথিবীর কোন সভ্য দেশে আপনি দেখেছেন,ফলাফল প্রকাশের দিন শিক্ষক -শিক্ষার্থী,অভিভাবকেরা মিলে মাঠে নেমে আনন্দ করছে,ঢোল পেটাচ্ছে,সাংবাদিকেরা ছবি তুলছে? এই এক অদ্ভুত সংস্কৃতি আমরা তৈরী করেছি।খুবই নেতিবাচক সংস্কৃতি। কারণ,সেই একই দিনে খারাপ রেজাল্টের কারণে যে শিক্ষার্থী নিভৃতে কাঁদে,তার দিকে কারও দৃষ্টি যায় না।
ফুয়াদ