ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

বিষয় ॥ দ্রব্যমূল্য

সমাজ ভাবনা

প্রকাশিত: ১৮:০৩, ২৩ অক্টোবর ২০২৪

সমাজ ভাবনা

প্রিয় পাঠক, আপনাদের লেখা নিয়ে প্রতি বৃহস্পতিবার চতুরঙ্গে পুরো পাতার আয়োজন সমাজ ভাবনা 

পরবর্তী বিষয়: দ্রব্যমূল্য

ধনবান শ্রেণি ছাড়া বাকি সবাই কষ্টে আছে। মূল্যস্ফীতিতে, দ্রব্যমূল্যে হাঁসফাঁস দশা। চাল, ডাল, ডিম, তেল, চিনির দাম অভাবিত বেড়েছে; এখন সাধারণ মানুষের ভরসার জায়গা সবজি ও ফলমূলের দামও আকাশে উঠে গেছে। 

ফলের দাম মৌসুমে কিছুটা কম থাকলেও এখন চড়া। অন্যদিকে সবজির দাম বেড়েই চলেছে। বাজারে সংকট দেখা দিয়েছে ডিমের। সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে নতুন নতুন কৌশল নিচ্ছে। 
এ সবই উঠে আসুক আপনাদের লেখায়।   
 
২৮ অক্টোবর সোমবারের মধ্যে ৪০০ শব্দের ভেতর লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আপনার সম্পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর লিখতে ভুলবেন না; ই-মেইলেও লেখা পাঠাতে পারেন।

সমাজ ভাবনা
দৈনিক জনকণ্ঠ 
জনকণ্ঠ ভবন,২৪/এরাসেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন, ঢাকা।
ই-মেইল: 


 

এসআর

×