ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

পাঠকদের লেখা নিয়ে প্রতি বৃহস্পতিবার চতুরঙ্গে পুরো পাতার আয়োজন

সমাজ ভাবনায় এবারের বিষয়: পরিবারে প্রবীণ

প্রকাশিত: ১৮:৩৭, ২ অক্টোবর ২০২৪

সমাজ ভাবনায় এবারের বিষয়: পরিবারে প্রবীণ

সমাজ ভাবনা 

কেমন আছেন পরিবারের প্রবীণ সদস্য? বুড়ো বাবা-মায়ের মধ্যে একজন পৃথিবী থেকে বিদায় নিলে, অন্যজন হয়ে পড়েন নিঃসঙ্গ। এককালে যে মানুষটি ছিলেন কর্মপ্রাণ, উপার্জনক্ষম; সময়ের ব্যবধানে তিনিই হয়ে পড়েন কর্মশক্তিহীন। অনেক সময় বার্ধক্যজনিত নানা ব্যাধিরও শিকার। তখন তাঁর প্রয়োজন সেবা, স্বজনের সান্নিধ্য। অথচ অনেক ক্ষেত্রে সংসারের অপর সদস্যরা এ বিষয়ে থাকেন উদাসীন। তারা দায়িত্ব এড়িয়ে চলেন, যা কখনো কাম্য হতে পারে না।  এসবই উঠে আসুক আপনাদের লেখায়।

৭ অক্টোবর সোমবারের মধ্যে ৪০০ শব্দের ভেতর লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আপনার সম্পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর লিখতে ভুলবেন না; ই-মেইলেও লেখা পাঠাতে পারেন। 

সমাজ ভাবনা
দৈনিক জনকণ্ঠ 
জনকণ্ঠ ভবন,২৪/এ রাসেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন, ঢাকা।
ই-মেইল:  [email protected]

 

এসআর

×