ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১

পূজাকেন্দ্রিক নিরাপত্তা

প্রকাশিত: ২০:১৯, ২৭ সেপ্টেম্বর ২০২৪

পূজাকেন্দ্রিক নিরাপত্তা

.

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উসব শারদীয় দুর্গাপূজায় প্রতিবারের মতো এবারও ঢাকা মহানগর এলাকার প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনের লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেঢাকা মহানগর পুলিশের কর্তৃপক্ষের এমন ঘোষণা প্রত্যাশিত এবং আশ্বস্ত করার মতোইবুধবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় এমন সিদ্ধান্তের ঘোষণা আসে

পুলিশ কমিশনার আশ্বস্ত করে বলেন, দুর্গাপূজার আগে, দুর্গাপূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছেইতোমধ্যে পুলিশের পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছেদুর্গাপূজা চলাকালে সংশ্লিষ্ট বাহিনীর পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াত, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বম্ব ডিসপোজাল ইউনিট সবসময় প্রস্তুত থাকবে

কতিপয় ধর্মান্ধ দুষ্কৃতকারীর দ্বারা দেশের কোনো কোনো মন্দিরে ও পূজামন্ডপে ইতোপূর্বে হামলার উদাহরণ রয়েছেতবে এটাই সত্য যে, হাজার বছর ধরে নানা জাতি-ধর্মের মানুষ এই ভূখ-ে শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করে আসছেসাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের সুমহান ঐতিহ্যবাংলাদেশের প্রাথমিক পরিচিতি মূলত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবেএ দেশের মানুষ নিজ নিজ ধর্মে নিষ্ঠাবান হওয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে তারা অনুকরণীয় আদর্শ বলে বিশ্বাস করেবাংলাদেশের মানুষ ধার্মিক বলেই ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সহনশীলতার আদর্শ এ দেশে মূর্তমানদেশের সিংহভাগ মানুষ ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হলেও বকধার্মিক ও কান্ডজ্ঞানহীনদের কারণে কখনো কখনো তাদের সুনামও কণ্টকিত হয়ে ওঠেতবে পৃথিবীর বিভিন্ন দেশ বিশেষ করে ভারত, মিয়ানমার, পাকিস্তানসহ বহু দেশে সংখ্যালঘুরা যেভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানির শিকার হয়, তা বলার অপেক্ষা রাখে নাসে হিসেবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত বটেসাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে সম্মিলিতভাবে অটুট রাখতে হবে

ইসলাম বিশ্ব মানবতার ধর্ম, কল্যাণ ও শান্তির ধর্মএ ধর্ম কখনই অন্য ধর্মের উপাসনালয় কিংবা বাড়িঘরে হামলা করার অনুমোদন দেয় নাবরং ইসলামী রাষ্ট্রে সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছেইসলাম কখনো কোনো ধরনের সহিংসতা, হানাহানি ও অন্যায় কর্মকান্ড সমর্থন করে নাদুঃখের কথা হলো, অতীতে সাম্প্রদায়িক সহিংসতা দেশের ঐতিহ্যের অংশীদার অনেক মূল্যবান স্থাপনাকে ধ্বংস করে দিয়েছেযদিও বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেইএ ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য প্রশাসনের আরও সক্রিয়তা দরকারআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংখ্যালঘু সম্প্রদায়ের বসতি ও মন্দির এলাকার নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা গ্রহণে সব সময়েই আন্তরিক ও সচেষ্ট

এবার পূজা উদ্যাপন পরিষদ নেতাদের প্রতি পূজার সময় পূজা মন্ডপগুলোতে সার্বক্ষণিকভাবে সিসিটিভি সক্রিয় রাখার জন্য পুলিশের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে, সেটি তারা রক্ষা করবেন এমনটাই প্রত্যাশাআমরা মনে করি প্রতিটি  মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর সার্বক্ষণিক তদারকি থাকাও জরুরিএই স্বেচ্ছাসেবক বাহিনীতে দল-মত-ধর্ম পরিচয়ের ঊর্ধ্বে ওঠে সর্বস্তরের তরুণদের সম্পৃক্ততা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারেতাই এখনই এমন উদ্যোগ গ্রহণ আবশ্যক

×