ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

অনন্যসাধারণ উপহার

ইয়াসমীন সুলতানা

প্রকাশিত: ২০:৫৩, ১১ সেপ্টেম্বর ২০২৪

অনন্যসাধারণ উপহার

টেস্টের প্রথম দিন ভেসে গেলে কিছুটা শঙ্কা ও অনিশ্চয়তা

পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে ভারি বৃষ্টিপাতে টেস্টের প্রথম দিন ভেসে গেলে কিছুটা শঙ্কা ও অনিশ্চয়তা  যে দেখা যায়নি, তা নয়। তবে বাংলাদেশ দলের পেসারদের দুর্দান্ত দাপট এই বিজয়ে রেখেছে অনন্য ভূমিকা। সেই সঙ্গে ব্যাটসম্যান লিটন কুমার দাসের সেঞ্চুরিসহ অনবদ্য ১৩৮ রানের বিশাল ইনিংস। এর পাশাপাশি মেহেদি হাসান মিরাজের কথা না বললেই নয়।

অলরাউন্ড নৈপুণ্যে তিনি যে সাকিব আল হাসানের যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন, সে কথা বলা যায় নির্দ্বিধায়। দুই টেস্টে অফ স্পিনে নিয়েছেন সর্বাধিক ১০ উইকেট। ইনিংসে ৫ উইকেট একবার, ৪ উইকেট একবার। আর ব্যাটিংয়ের চিত্রটা দেখুনÑ দুই ইনিংসে ক্রিজে গিয়ে দুটিতেই ফিফটি, ৭৭.৫০ গড় রান, সিরিজের পঞ্চম সর্বোচ্চ ১৫৫ রান। মুশফিক-লিটনের পর বাংলাদেশী ব্যাটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।

সিরিজ জয়ের পুরস্কার তাই তার হাতেই মানায়- যা তিনি উৎসর্গ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিক্সাচালকের পরিবারকে। সেরা ব্যাটসম্যানের পুরস্কার জুটেছে লিটন কুমার দাসের। দীর্ঘদিন যার হাতে বড় রানের স্কোর ছিল না বললেই চলে। এবার বোধ হয় তিনি রানের খরা কাটিয়ে উঠতে পারবেন।
তবে এ কথা বলতেই হয় যে, টেস্ট জেতা কোনো একক কৃতিত্ব নয়, বরং ব্যাটিং- বোলিং-ফিল্ডিং-পিচ সর্বোপরি আবহাওয়া- সব মিলিয়েই নির্ভর করে জয়-পরাজয়। যা দীর্ঘদিন পর সুবর্ণ সমন্বয়ের সংযোগে অপ্রত্যাশিতভাবে ধরা দিয়েছে টাইগারদের হাতে। এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে বহুগুণ। কেননা, বিদেশের মাটিতে বাংলাদেশের এটি মাত্র তৃতীয়বারের মতো সিরিজ জয়। তাও শক্তিশালী ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে সে দেশের মাটিতে।

২০০৯ সালে ওয়েস্টইন্ডিজ এবং ২০২১ সালে জিম্বাবুইয়ে সফরে  টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম সিরিজ জিতেছে বাংলাদেশ। যা অবশ্যই গৌরবের ও গর্বের। যে কারণে দেশবাসী তো বটেই, একই সঙ্গে দেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ক্রীড়া উপদেষ্টা উষ্ণ অভিনন্দন জানিয়েছেন টাইগারদের।
এমন অবিস্মরণীয় কৃতিত্ব ও বড় বিজয়ের পর গত কয়েক মাস ধরে নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অনন্যসাধারণ এক উপহার দিয়েছে দেশবাসীকে। আর তা হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে এখন ৪ নম্বর অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। টি২০, ওয়ানডের প্রবল দাপট ও আধিক্য সত্ত্বেও ক্রিকেটের ধ্রুপদী মহিমা টেস্ট ক্রিকেটে বিশ্বে নিজেদের অনন্য উচ্চতা ও বিজয়ের গৌরব তুলে ধরার জন্য।

খুলনা থেকে

×