ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী

প্রফেসর ড. মোঃ আবু তাহের

প্রকাশিত: ২০:২০, ১৪ আগস্ট ২০২২; আপডেট: ২০:৫৬, ১৪ আগস্ট ২০২২

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী

.

বাঙালী জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত দিন ১৫ আগস্টএ মাসে আমাদের জীবনে ঘটে ইতিহাসের সবচেয়ে বিয়োগান্তক ঘটনা ও ট্র্যাজেডিহিংস্র ঘাতকরা জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে তারই লড়াই-সংগ্রাম ও স্বপ্ন থেকে সৃষ্ট স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সাড়ে তিন বছরের মাথায়রক্ষা পায়নি শিশু রাসেলসহ নববিবাহিতা বধূ এবং অন্তঃসত্ত্বা নারীওএটি নিছক কোন হত্যাকা- নয়, রাষ্ট্রক্ষমতা দখলই এই মর্মন্তুদ হত্যাকা-ের লক্ষ্য ছিল নাএটি ছিল মূলত একাত্তরের পরাজিত শক্তি ও তাদের আন্তর্জাতিক দোসরদের সুগভীর চক্রান্তে সুপরিকল্পিত হত্যাকান্ড

যার লক্ষ্য ছিল এই দেশ থেকে চিরতরে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনা, মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসÑ সব মুছে দেশকে পাকিস্তানী ভাবধারায় পরিচালিত করাবাংলাদেশকে একটি ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করে একাত্তরের পরাজয়ের চরম প্রতিশোধ গ্রহণ করা

জনগণের প্রতি প্রচন্ড ভালবাসা এবং আস্থা-বিশ্বাস ছিল বঙ্গবন্ধুর রাজনীতির মূলভিত্তিজনগণের শক্তিতে বলীয়ান হয়ে গণতান্ত্রিক উপায়ে তিনি প্রতিটি আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেনপৃথিবীর ইতিহাসে তিনিই একমাত্র নেতা যিনি ভাষাভিত্তিক জাতীয়তাবাদের প্রজ্বালন ঘটিয়ে অন্ধকারের শক্তি সাম্প্রদায়িকতাকে পরাস্ত করে সকলের ঐক্যবদ্ধতায় প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশতাঁরই দূরদর্শী নেতৃত্বে ও অনুরোধে স্বাধীনতা অর্জনের তিন মাসের মাথায় ভারতীয় সৈন্য প্রত্যাহার, পৃথিবীর অধিকাংশ দেশের স্বীকৃতি আদায় এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ আমরা লাভ করি

মাত্র সাড়ে তিন বছর দেশ পরিচালনার সময় পেয়েছিলেন বঙ্গবন্ধুএই স্বল্প সময়ে জাতীয় সংবিধান প্রণয়নসহ যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করে ১৯৭৫ সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতারে অন্তর্ভুক্ত করেনবিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পরিশীলিত, ক্ষুরধার ও জোরালো বক্তব্যের মাধ্যমে তিনি বিশ্ববাসীকে মুগ্ধ করেছেন১৯৭৩ সালের সেপ্টেম্বরে আলজিরিয়ায় অনুষ্ঠিত জোটনিরপেক্ষ সম্মেলনে বঙ্গবন্ধু বলেন, ‘বিশ্ব আজ দুভাগে বিভক্ত- শোষক ও শোষিতআমি শোষিতের পক্ষে, মুক্তির লড়াইয়ে সংগ্রামরত মানুষের পক্ষেএ ভাষণের পর কিউবার তকালীন প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্র্রো বঙ্গবন্ধুকে বলেছিলেন, ‘তুমি আজ যে ভাষণ দিলে, এখন থেকে সাবধানে থেকোআজ থেকে তোমাকে হত্যার জন্য একটি বুলেট তোমার পিছু নিয়েছে

ফিদেল ক্যাস্ট্রোর সেদিনের কথাটি সত্য হয়ে যায় ঠিক দুবছরের মাথায় ১৯৭৫-এর ১৫ আগস্টের কালরাতেবঙ্গবন্ধু হত্যার পর স্বাধীনতাবিরোধী শক্তি ইনডেমনিটি অধ্যাদেশ প্রণয়ন করে বিচারের পথ অবরুদ্ধ, ঘাতকদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করাসহ দীর্ঘ ২১ বছর (১৯৭৫-১৯৯৬) ইতিহাস বিকৃতির রাজনীতির মাধ্যমে বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নীতি-আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার অনেক অপচেষ্টা চালিয়েছেএতদসত্ত্বেও তারা সফল হয়নি

কেননা, সারা বাংলাদেশই ধারণ করে রয়েছে শেখ মুজিবের অবয়বতাঁর অস্তিত্ব কখনও মুছে ফেলা সম্ভব নয় ইতিহাস থেকে

১৫ আগস্ট হত্যাকা-ের একমাত্র প্রত্যক্ষদর্শী বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী আ ফ ম মুহিতুল ইসলাম ওইদিন লালবাগ থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা গ্রহণ করেনিদীর্ঘ ২১ বছর পর ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হলে তিনি ২ অক্টোবর ১৯৯৬ বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে ধানম-ি থানায়  মামলাটি দায়ের করেনআ ফ ম মুহিতুল ইসলামের সঙ্গে আমার অনেকবার দেখা-সাক্ষাত হয়েছেতার চাওয়া পাওয়ার কিছুই ছিল না, একমাত্র ইচ্ছা ছিল বঙ্গবন্ধু হত্যার বিচার দেখে যাওয়াশেষবার যখন সঙ্গে দেখা হয় তিনি আমাকে বলেন, ‘আল্লাহ্ আমার ইচ্ছা পূরণ করেছেএখন আমার যাবার পালাপ্রায় দুই বছর আগে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান এবং যশোরের গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হন

বঙ্গবন্ধুর জীবন দর্শনে তিনটি দিক উল্লেখযোগ্য- (১) রাজনৈতিক মুক্তি, (২) অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক মুক্তি ও (৩) প্রশাসনিক মুক্তিএসব বাস্তবায়নে বঙ্গবন্ধু যখনই দ্বিতীয় বিপ্লবের ডাক দেন, তখনই তাঁকে হত্যা করা হয়তবে তাঁর দর্শন বিশ্বের নির্যাতিত মানুষের সনদ হিসেবে চিরকাল থাকবে

মাত্র ৫৫ বছরের যে জীবন তিনি কাটিয়েছেন তার পুরোটাই ছিল সংগ্রামমুখরউক্ত সময়ে তিনি খোকা থেকে মুজিব ভাই, অতঃপর বঙ্গবন্ধু ও জাতির পিতায় অভিষিক্ত হনরাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধু যেমন অসামান্য ও অপ্রতিরোধ্য, তেমনি রাষ্ট্রনায়ক হিসেবেও ছিলেন সফল ও অপ্রতিদ্বন্দ্বীবাংলাদেশ ও বঙ্গবন্ধু পরম্পরাযে দেশটির তিনি জন্ম দিয়ে গেছেন, সেই দেশটিকে গড়ে তোলার সময়টুকু তাকে দেয়া হলো নাবঙ্গবন্ধুর রক্তে রঞ্জিত হলো এ অভাগা দেশের মাটিকত অপচেষ্টা হয়েছে তাঁর নামটি মুছে ফেলারকিন্তু যে মানুষটি বাঙালীর হৃদয়ের গহীনে অবস্থান করে আছেন, কার সাধ্য আছে তাঁকে অপসারণ করারবঙ্গবন্ধু আজ আমাদের মাঝে সশরীরে উপস্থিত নেই সত্য; তবে রয়েছে অমর নেতার অক্ষয় কীর্তি-নীতি ও আদর্শ, যা আগামীতে বাঙালী জাতিকে পথ চলতে নিরন্তর সাহস ও অনুপ্রেরণা জোগাবেবাঙালীর হৃদয়ে তিনি ছিলেন, আছেন এবং থাকবেন অনন্তকাল

যতদিন বিশ্বমানচিত্রে বাংলাদেশ থাকবে, বাংলায় চন্দ্র-সূর্য উদিত হবে, নদীর কলতান ও সাগরের গর্জন থাকবে, ততদিন বাংলার মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুনামটির জয়ধ্বনি চলতে থাকবেদোয়েল-শালিক তাদের প্রভাতী গানে আজও তাঁকে স্মরণ করে চলেছেশুধু বাংলার মানুষই নয়; জাতিসংঘও ১৬ আগস্ট ২০১৯ বঙ্গবন্ধুকে ফ্রেন্ড অব দি ওয়ার্ল্ড বা বিশ্ববন্ধুআখ্যা দিয়ে উচ্চাসনে বসিয়েছেবঙ্গবন্ধুর দর্শন, চিন্তা-চেতনা, নীতি-আদর্শ প্রবহমান থাকবে আজীবনযার ধারক হব আমরা আর বাহক হবে প্রজন্ম থেকে প্রজন্ম

যেদিন রাষ্ট্রের সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠাসহ স্বচ্ছতা ও জবাবদিহি সুনিশ্চিত হবে, দেশের প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সুনিশ্চিত হবে, দেশের প্রতিটি মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে, সেদিনই বঙ্গবন্ধুসহ ৩০ লাখ শহীদের আত্মা শান্তি পাবেএই হোক শোকের মাসে বঙ্গবন্ধুর প্রতি আমাদের যথার্থ শ্রদ্ধার্ঘ্য নিবেদন। 

লেখক : সদস্য, বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন

সম্পর্কিত বিষয়:

×