
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে রাজধানীর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "আওয়ামী লীগকে দলগতভাবে বিচার করার বিষয়টি এই আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।"
নাহিদ ইসলাম জানান, জাতীয় নাগরিক পার্টি দেশের বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিষয়ে একটি ঐক্যমতে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, “আমাদের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, ভবিষ্যতের প্রত্যাশা ও এজেন্ডাগুলো নিয়ে সম্মিলিতভাবে একটি রূপরেখা গঠনের লক্ষ্যেই আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।”
তিনি গণসংহতি আন্দোলনের ভূয়সী প্রশংসা করে বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণসংহতি আন্দোলনের অবদান অনস্বীকার্য। গত জুলাইয়ে ‘গণঅভ্যুত্থান’ কর্মসূচিতেও তারা দেশব্যাপী আমাদের সঙ্গে একাত্ম হয়ে আন্দোলনে অংশ নিয়েছেন, অনেকেই আত্মত্যাগ করেছেন। কেবল জুলাই নয়, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী ধারাবাহিক আন্দোলনে গণসংহতি আন্দোলন একটি প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে আসছে।”
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রাষ্ট্র পুনর্গঠন, সংবিধান সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজনীয়তার বিষয়ে এনসিপি ও গণসংহতি আন্দোলনের মধ্যে বহু ক্ষেত্রে নীতিগত ঐক্যমত রয়েছে। যদিও কিছু বিষয়ে মতভেদ আছে, তবে আলোচনা ও সংলাপের মাধ্যমে সেগুলো সমাধানের আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।
নাহিদ ইসলাম আরও বলেন, “সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মতো বিষয়গুলোতে আমরা একটি কার্যকর রূপরেখা তৈরি করতে চাই। আর এ জন্য দরকার সকল ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য। আজকের সংলাপ সেই লক্ষ্য পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ।”
বৈঠকে সমসাময়িক রাজনৈতিক সংকট, বিশেষ করে সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি এবং নির্বাচনপূর্ব সংস্কারের উপায় নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি।
সূত্র: https://www.youtube.com/watch?v=GBZpWTRz7iI
আবীর