
ছবি: সংগৃহীত
বিমান বাহিনীর বার্ষিক মহড়া 'আকাশ বিজয়' দেখতে কুর্মিটোলায় বীর উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটিতে আসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তাকে দেওয়া হয় গার্ড অব অনার। এরপর বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
“আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না,” বলেন তিনি।
বক্তব্যের শুরুতে যুদ্ধের বিরুদ্ধে দেশের অবস্থান তুলে ধরে তিনি স্মরণ করিয়ে দেন বাস্তবতার কথা। বলেন, “বিশ্বে যেখানে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, সেখানে প্রস্তুতি না নিয়ে রাখা আত্মঘাতী। যুদ্ধের প্রস্তুতিই অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজেই যুদ্ধ প্রস্তুতি সম্পর্কেও একটা ঘোরতর আপত্তি আছে। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, যেখানে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী।”
প্রধান উপদেষ্টার প্রত্যাশা, ঐক্যবদ্ধ চেষ্টায় বাংলাদেশ হবে নিরাপদ ও শক্তিশালী। তিনি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদা প্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব।”
এর আগে ‘আকাশ বিজয় ২০২৫’-এর মহড়া প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা। সেখানে বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ সব ইউনিট অংশ নেয়।
সূত্র: https://www.youtube.com/watch?v=cnY7WHe_Cho
আবীর