
ছবি: সংগৃহীত।
‘আমার বিরুদ্ধে ২২৬টি মামলা হয়েছে, তাই ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’— অনলাইনে ছড়িয়ে পড়া এই বিতর্কিত অডিও ক্লিপটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
তিনি জানান, অডিওটি ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করে তদন্ত সংস্থা নিশ্চিত হয়েছে যে, এটি শেখ হাসিনার কণ্ঠ। তার এই বক্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্যকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাবিত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
এই প্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনায় ট্রাইব্যুনালে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। বিষয়টির শুনানি দ্রুত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নুসরাত