
ছবি: সংগৃহীত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের এনআইডি লক করেছে নির্বাচন কমিশন ।
মঙ্গলবার তার এনআইডি আনুষ্ঠানিকভাবে ব্লক করা হয়। পরদিন নির্বাচন কমিশন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর নির্দেশনা অনুযায়ী।
দুদকের পাঠানো একটি চিঠিতে জানানো হয়, সংস্থার উপপরিচালক মো. সাইদুজ্জামান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার সাবেক কর্মকর্তা সালেহ উদ্দিনের বিরুদ্ধে তদন্ত চলছে। সেই তদন্তে কোনো তথ্য গোপন বা বিদেশ গমনের ঝুঁকি থাকায় দুদক এনআইডি ব্লক করার অনুরোধ করে।
চিঠিতে সালেহ উদ্দিনসহ আরও একজন ব্যক্তির বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা এবং এনআইডি লক করার সুপারিশ করা হয়। দুদকের শুনানিতে বিষয়টি যাচাই-বাছাই করে জনস্বার্থে তাদের আবেদনের অনুমোদন দেওয়া হয়। এরপর ইসির অনুমোদনক্রমে আইটি শাখা সালেহ উদ্দিন ও তার স্ত্রীর উভয়ের এনআইডি লক করে।
ফারুক