
ছবিঃ সংগৃহীত
সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। চ্যানেলটির সংবাদ বিভাগ নিজেরাই সংবাদ সম্প্রচার বন্ধ করে দেয়। এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ফ্যাসিবাদের ১৫ বছরে গণমাধ্যমের বাস্তবতা’ শীর্ষক মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি বা এমন কোনো নির্দেশও দেয়নি। এটি দীপ্ত টিভি-কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।
মঙ্গলবার বেলা সোয়া ৩টায় দীপ্ত টিভির স্ক্রলে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত সব সংবাদ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
ইমরান