ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আমরা করব জয়

গান, কবিতা ও গল্পে পাঠদান বঞ্চিত শিশুদের পাঠশালা

খোকন আহম্মেদ হীরা

প্রকাশিত: ০১:২৮, ৩০ এপ্রিল ২০২৫

গান, কবিতা ও গল্পে পাঠদান বঞ্চিত শিশুদের পাঠশালা

গান, কবিতা ও গল্পের মাধ্যমে অধিকার বঞ্চিত শিশুদের পাঠদান চলছে

শৈশব শেষের আগেই অধিকারবঞ্চিত অনেক শিশুর জীবন সমাজের মূল¯্রােত থেকে বিচ্যুত হয়ে যায়। অর্থনৈতিক অসচ্ছলতা, সামাজিক বৈষম্য আর নানামুখী বাধায় তাদের শিক্ষাজীবন থমকে যায় মাঝপথে। এমন বাস্তবতায় এই শিশুদের ঝরে পড়া ঠেকাতে এগিয়ে এসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একদল শিক্ষার্থী। ‘পদাতিক’ নামের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে তারা চালু করেছেন সাপ্তাহিক পাঠদান কর্মসূচি ‘আমরা করব জয়’।
নগরীর কীর্তনখোলা নদীতীরের চানমারি এলাকার কলোনিতে এই পাঠশালার সূচনা। শতাধিক শিশুকে নিয়মিত পাঠদান করাচ্ছেন তারা। এখানে শুধু পাঠ্যবইয়ের মধ্যে এই পাঠদান সীমাবদ্ধ নয়, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী ও আনন্দময় করতে শেখানো হয় গান, কবিতা ও গল্প। এসবের মাধ্যমে চলে পাঠদান। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ‘আমরা করব জয়’ পাঠশালার এই ব্যতিক্রমী পাঠদান কার্যক্রম। শিশুদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। যা সংগঠনের সদস্যরা নিজেদের হাত খরচ বাঁচিয়ে সংগ্রহ করেছেন।
পদাতিকের সভাপতি ভূমিকা সরকার বললেন, আমরা স্বপ্ন দেখি একটি সমৃদ্ধ দেশের। সুনাগরিকের শান্তিময় দেশ। এ জন্য সবার আগে সব মানুষের শিক্ষা প্রয়োজন। কিন্তু সামাজিক বৈষম্য, অর্থনৈতিক দৈন্য, অজ্ঞতা আমাদের শিশুদের সেই অধিকার নিশ্চিতের পথে বড় প্রতীবন্ধকতা। কিন্তু আমরা যারা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছি, তারা যদি যে যার জায়গা থেকে এই অন্ধকার উত্তরণে সামান্য ভূমিকা নেই, তাহলে ছোট এই উদ্যোগে দেশটা আলোয় আলোকিত হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর এমন উদ্যোগে আশা জেগেছে ওই কলোনির বাসিন্দাদের মধ্যে। তারা অর্থনৈতিক দৈন্যের মধ্যে কঠিন জীবনসংগ্রাম করছেন। এ দিয়ে পরিবারের ভরণপোষণ করতেই দম আটকে যাওয়ার অবস্থা। তাই বাধ্য হয়ে অনেকেই শিশুদের পড়ালেখার ব্যয় বহন করতে না পেরে তাদের কাজে পাঠান। এভাবেই শিক্ষাক্ষেত্র থেকে ঝরে পড়ছে নিম্নবিত্তের এই শিশুরা।
কীর্তনখোলার তীরের খোলা জায়গায় ত্রিপল বিছিয়ে শিশুদের পাঠদান করাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। একপর্যায়ে গিটার হাতে একজন শিক্ষার্থী গান তুলছেন, ‘আমরা করব জয়, আমরা করব জয়।’ শিশুরাও তার গলায় গলা মিলিয়ে কোরাস গাইছিল। ওই পাঠশালার সাত বছরের শিক্ষার্থী লামিয়া বলে, এইহানে পড়তে মোর জম্মের (অনেক) ভালো লাগে। ১৫ বছর বয়সের সাকিব বলল, ‘মোরা গরিব, খাওন পড়নেই মোগো কষ্ট। হেইয়ার লাইগ্গা পড়াল্যাহা ছাইড়া দিছিলাম। এ্যাহন এই পাঠশালায় আবার শুরু করছি। খুব আনন্দ অয় এইহানে পড়তে আইলে।

যদি এইডা সপ্তাহে চার বা পাঁচদিন হইতো, তাইলে মোগো ভালো অইতো।’ কলোনির বাসিন্দা ও এক শিক্ষার্থীর অভিভাবক মনোয়ারা বেগম বলেন, ‘মোগোতো কাম কইর‌্যা পেট চালান লাগে। পোলাপান পড়ামু হেই টাকা নাই। হেইয়ার জন্য অনেক বাচ্চা অল্প বয়সে স্কুলে যাওন ছাইড়্যা কামে যায়। তিনি আরও বলেন, ভার্সিটির ছাত্রছাত্রীরা এ্যাহন এই স্কুল খোলনে মোগো অনেক উপকার হইছে। পড়ানে কোনো খরচ হয় না। পোলাপানও আনন্দের মধ্যে পড়াশোনা করে।
পদাতিকের সদস্যরা জানিয়েছেন, আপাতত সপ্তাহে দুইদিন পাঠদান হলেও ভবিষ্যতে যদি সহায়তা মেলে, তাহলে তারা সপ্তাহের অধিকাংশ দিনই ক্লাস পরিচালনার পরিকল্পনা করছেন। পাশাপাশি শিশুরা যেন মূলধারার শিক্ষা ব্যবস্থায় আবারও যুক্ত হতে পাওে, সেই লক্ষ্যে তারা বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের কথাও ভাবছেন।
পদাতিকের স্বেচ্ছাসেবার এ কাজের বিষয়ে বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, শিক্ষার্থীদের এ উদ্যোগের বিষয়ে আমি আগেই জেনেছি। একটি পাঠদান অনুষ্ঠানে গিয়েছিলাম। এটি অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছাসেবার চর্চা আমরা যত বাড়াব, তত বেশি মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম আমরা পাব। তিনি আরও বলেন, পদাতিকের উদ্যোগে অধিকার বঞ্চিত শিশুদের পাঠদানের এ কার্যক্রম সমাজের দৃষ্টান্ত। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসা উচিত।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার