
বিশ্বের দীর্ঘতম কিছু রাস্তা রয়েছে ভারতে
বিশ্বের দীর্ঘতম কিছু রাস্তা রয়েছে ভারতে। যা দেশের দূরবর্তী অংশগুলোকে সংযুক্ত করে। যার মধ্যে জাতীয় সড়ক সবচেয়ে দীর্ঘ। এর মোট দৈর্ঘ্য ৪,১১২ কিলোমিটার। কিন্তু আপনি কি জানেন যে, বিশ্বের দীর্ঘতম সড়কটির দৈর্ঘ্য ৩০,০০০ কিলোমিটার (প্রায় ১৯,০০০ মাইল)। প্রতিদিন ৫০০ কিলোমিটার অতিক্রম করলেও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে প্রায় দুই মাস সময় লাগবে।
এই রাস্তাটি হলো প্যান-আমেরিকান হাইওয়ে। যা উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার দক্ষিণতম প্রান্তের সঙ্গে সংযুক্ত করে। এটিই বিশ্বের দীর্ঘতম রাস্তা হিসেবে স্বীকৃত। কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, চিলি এবং আর্জেন্টিনাসহ ১৪টি দেশের ওপর দিয়ে অতিক্রম করেছে রাস্তাটি।
দীর্ঘ এই হাইওয়েটি উত্তর আমেরিকার উত্তরে অবস্থিত আলাস্কার প্রুধো বে থেকে শুরু হয়ে দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত আর্জেন্টিনার উশুয়াইয়ায় গিয়ে শেষ হয়েছে। মজার বিষয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডার ‘নো রোড’ প্যান-আমেরিকান হাইওয়েরই অংশ। যা আনুষ্ঠানিকভাবে নুয়েভো লারেডোতে আমেরিকা-মেক্সিকো সীমান্ত থেকে শুরু হয়।
উল্লেখযোগ্যভাবে, প্যান-আমেরিকান হাইওয়েকে একটি সোজা রাস্তা হিসেবে বিবেচনা করা হয়। শুরু থেকে শেষ পর্যন্ত একটিও ইউ-টার্ন বা কোনো তীক্ষè বাঁক নেই। বিভিন্ন অনুমান অনুসারে, রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ৩০,৬০০ কিলোমিটার (১৯,০০০ মাইল)। যা এটিকে গ্রহের দীর্ঘতম হাইওয়ে করে তুলেছে।
যদি কেউ দিনে ৫০০ কিমি অতিক্রম করতে পারেন তাহলেও প্যান-আমেরিকান হাইওয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে প্রায় ৬০ দিনেরও বেশি সময় লাগবে।
প্যান-আমেরিকান হাইওয়েটি ১৯২০-এর দশকে নির্মিত হয়েছিল, যার লক্ষ্য ছিল আমেরিকার বিভিন্ন দেশে পর্যটনের প্রচার করা। গুরুত্বপূর্ণ এই হাইওয়েটির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য ১৯৩৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোসহ ১৪টি দেশ একটি চুক্তি স্বাক্ষর করে। ১৯৬০ সালে হাইওয়েটি যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়।- এএফপি