ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

জেদ্দা পৌঁছেছে বিমানের প্রথম হজ ফ্লাইট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩০, ২৯ এপ্রিল ২০২৫

জেদ্দা পৌঁছেছে বিমানের প্রথম হজ ফ্লাইট

উদ্বোধনী দিনে ৪১৪ হজযাত্রী নিয়ে সৌদি আরব পৌঁছেছে

উদ্বোধনী দিনে ৪১৪ হজযাত্রী নিয়ে সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট (বিজি-৩৫০১)। মঙ্গলবার সৌদির স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে গিয়ে পৌঁছায় ফ্লাইটটি। সোমবার রাত ৩টা ৫ মিনিটে ঢাকা ছেড়ে যায় এ ফ্লাইট।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশী হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন- জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম। বিমানবন্দরে বাংলাদেশী হজযাত্রীদের আরও স্বাগত জানান সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবী ও অন্যান্য কর্মকর্তা। 
বাংলাদেশের রাষ্ট্রদূত হজযাত্রীদের শুভকামনা জানান ও যে কোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস দেন। বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
এর আগে সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।  এ সময় ধর্ম উপদেষ্টা হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি হজযাত্রীদের সৌদি আরবের আইনকানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণœ হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানান।

তিনি বলেন- এ দেশের হজযাত্রীরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারে সে বিষয়ে আমরা তৎপর। হাজিদের নিবন্ধন থেকে শুরু করে সব প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায় সেটা নিয়েও আমরা কাজ করছি। আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে।
সোমবার রাত ২টা ১৫ মিনিটে বাংলাদেশী হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট সাউদিয়া এয়ার ৩৯৮ হজযাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রথম দিন মঙ্গলবার মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ হজযাত্রী সৌদি যায়। এর মধ্যে আটটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইট মদিনায় প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও সচিব নাসরীন জাহান, বাংলাদেশে সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়া, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। 
ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম। অনুষ্ঠানে দুজন হজযাত্রী হজ ব্যবস্থাপনা নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এ বছরের সার্বিক হজ ব্যবস্থাপনায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন। এ অনুষ্ঠানে হজ কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ বছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে এ দেশের হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১৮টি প্রাক-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ হজযাত্রী পরিবহন করবে। ৩১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে।
বিমান সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ॥ এদিকে বিমান জানিয়েছে, প্রথম হজ ফ্লাইটটি নিরাপদেই ঢাকা থেকে জেদ্দায় পৌঁছেছে। তাদের প্রতিটি ফ্লাইটের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বুসরা ইসলাম জানান- হজযাত্রীগণ যেন নির্বিঘেœ ও সুন্দরভাবে হজে যেতে পারেন এবং পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে মাতৃভূমিতে ফিরে আসতে পারেন, সে উদ্দেশ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজফ্লাইট পরিচালনা করা হচেছ। 
বিমান জানায়- এ বছর পবিত্র হজ পালনের জন্য মোট সাতাশি হাজার একশ’জন যাত্রী বাংলাদেশ ত্যাগ করবেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গমন করবেন পাঁচ হাজার দুইশত যাত্রী এবং বেসরকারি এজেন্টের মাধ্যেমে গমন করবেন একাশি হাজার নয়শত জন। মোট হজযাত্রীদের পঞ্চাশ শতাংশ (৪৩,৫৫০ জন) পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৯ এপ্রিল থেকে ৩১ মে ২০২৫ পর্যন্ত যাত্রীগণ হজের উদ্দেশ্যে গমন করবেন। এবং ১০ জুন থেকে ১০ জুলাইয়ে ২০২৫ পর্যন্ত সময়ে হাজিগণ দেশে ফেরত আসবেন। 
বাংলাদেশ থেকে মোট ১১৮টি ফ্লাইট হজের উদ্দেশ্যে গমন করবে। এর মধ্যে জেদ্দার উদ্দেশ্যে ৯৪টি এবং মদিনার উদ্দেশ্যে ২৪টি; সরকারিভাবে ১৩টি এবং বেসরকারিভাবে মোট ১০৫টি ফ্লাইট পরিচালিত হবে। এসব ফ্লাইটের মধ্যে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ৭৬টি, চট্টগ্রাম থেকে জেদ্দার উদ্দেশ্যে ১৪টি, এবং সিলেট থেকে জেদ্দার উদ্দেশ্যে ৪টিসহ মোট ৯৪টি ফ্লাইট; ঢাকা থেকে মদিনার উদ্দেশ্যে ২০টি, চট্টগ্রাম থেকে মদিনার উদ্দেশ্যে ৩টি এবং সিলেট থেকে মদিনার উদ্দেশ্যে ১টিসহ মোট ২৪টি ফ্লাইট পরিচালিত হবে। 
সরকারি ১৩টি ফ্লাইটের ৮টি মদিনার উদ্দেশ্যে এবং ৫টি জেদ্দার উদ্দেশ্যে গমন করবে। হাজিগণ মোট ১০৮টি ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরে আসবেন। যেখানে জেদ্দা থেকে ৭৪টি, মদিনা থেকে ৩৪টি ফ্লাইট পরিচালিত হবে।  এর মধ্যে সরকারি ১৩টি, বেসরকারি ৯৫টি ফ্লাইট। জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে ৫৯টি, জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ১২টি এবং জেদ্দা থেকে সিলেটের উদ্দেশ্যে ৩টি মোট ৭৪টি ফ্লাইট; মদিনা থেকে ঢাকা ২৭টি, মদিনা থেকে চট্টগ্রাম ৫টি, মদিনা থেকে সিলেট ২টিসহ মোট ৩৪টি ফ্লাইট পরিচালিত হবে। এখানে সরকারি ফ্লাইট থাকবে ১৩টি।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার