ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

অব্যাহত থাকছে শাটডাউন কর্মসূচি

পলিটেকনিক শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা সংস্কার কমিশন চান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:১৯, ২৯ এপ্রিল ২০২৫

পলিটেকনিক শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা সংস্কার কমিশন চান

পলিটেকনিক শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা সংস্কার চান

অবিলম্বে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একইসঙ্গে ছয় দফা দাবি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি ভুল পথে হাঁটছে বলেও দাবি করেছেন তারা। সে কারণে কমিটির ওপর পূর্ণ আস্থা রাখতে পারছেন না তারা। মঙ্গলবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা এসব কথা বলেন।
শিক্ষার্থীরা বলেন, ছয় দফা বাস্তবায়নে রূপরেখা তৈরি করতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আট সদস্যের একটি কমিটি গঠন করে। গত 
২৭ এপ্রিল সেই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে যে আলোচনাগুলো হয়েছে, তা থেকে প্রতীয়মান হয় যে, আমাদের ছয় দফা বাস্তবায়নে সঠিকপথে হাঁটছে না কমিটি। তারা ভুল পথে যাচ্ছে। সেজন্য আমরা এ কমিটির কার্যক্রমে হতাশ। সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হোক।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহজাদ আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, দাবি আদায়ে দীর্ঘ আট মাস ধরে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু সরকার দাবিগুলো বাস্তবায়নে পরিপূর্ণভাবে সমাধানের কোনো পথে হাঁটতে পারছে না। আমরা কোনো সহিংসতায় যাব না। জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কর্মসূচিও আমরা করব না। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত সব পলিটেকনিক ইনস্টিটিউটের সব কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে পূর্বঘোষিত শাটডাউন কর্মসূচি সফল করতে সকাল ৯টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। সারাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোও একই কর্মসূচি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে সব পলিটেকনিক শাটডাউন রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার রাতে কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আজ থেকে সারাদেশে পলিটেকনিক ইনস্টিটিউট শাটডাউন থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার